‘চ্যাম্পিয়ন্স লিগ’ নাকি ‘গোল্ডেন বুট’? কোনটা চান? মোহামেদ সালাহ বেছে নিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগকেই। শিষ্যের পছন্দ মনে ধরেছে গুরু ইয়ুর্গেন ক্লপের। লিভারপুল কোচ তাই সোজাসাপ্টা নিষেধ করে দিয়েছেন গোল্ডেন বুট নিয়ে যেন মোটেও না ভাবেন ‘মিশরীয় মেসি’র তকমা পাওয়া সালাহ।
চলতি মৌসুমে এখন পর্যন্ত ৪০ গোল করেছেন মিশরীয় ফরোয়ার্ড। প্রিমিয়ার লিগে ৩০ ও চ্যাম্পিয়ন্স লিগে ১০ গোল। লিগে দুবার সর্বোচ্চ গোলদাতার খেতাব জয়ী হ্যারি কেন তার থেকে পিছিয়ে আছেন চার গোলে।
ইংলিশ পেশাদার ফুটবলারদের অ্যাসোসিয়েশনের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারেও বেশ ভালোভাবে এগিয়ে সালাহ। জায়গা পেয়েছেন সেরা একাদশেও।
চারিদিক থেকে ভেসে আসা নানা প্রশংসার ভিড়ে সালাহকে গা ভাসাতে নিষেধ করছেন তার ক্লাব গুরু ক্লপ। গোল্ডেন বুটের পেছনে না দৌড়ে মিশরীয় শিষ্যকে চ্যাম্পিয়ন্স লিগে নজর দেয়ার পরামর্শ জার্মান কোচের।
‘মো’র(সালাহ) উচিত চ্যাম্পিয়ন্স লিগের দিকে নজর রাখা। বর্তমান দুনিয়ায় সবচেয়ে বড় আদর্শ বিষয়টা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা এবং ফাইনাল জয় করা।’
বাড়তি কোন চাপ নিতেও সালাহকে বারণ করেছেন ক্লপ। শুধু স্বাভাবিক খেলাটা খেলে যেতেই পরামর্শ তার, ‘আজ আমরা এই পর্যায়ে সত্যিকার ফুটবল খেলেই। আর আমাদের স্টাইলের ফুটবল খেলেই মো (সালাহ) আজ এ পর্যায়ে। আমাদের কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই। শুধু স্বাভাবিক খেলাটা খেলে যেতে হবে।’