প্রথম ক্লাব বিশ্বকাপ আব্রাহামভিচকে উৎসর্গ করলেন টুখেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২
প্রথম ক্লাব বিশ্বকাপ আব্রাহামভিচকে উৎসর্গ করলেন টুখেল

প্রথমাবারের মত ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে চেলসি। চেলসির এই শিরোপা জয়ের পিছনের কারিগর টমাস টুখেল। তার অধীনেই ইতিহাস গড়েছে ‘দ্য ব্লুজ’রা। ক্লাবের ইতিহাসে এমন বড় একটা অর্জন টুখেল উৎসর্গ করেছেন ক্লাব মালিক রোমান আব্রাহামভিচকে।

ম্যাচ শেষে টুখেল বলেন, ‘এটা তার জন্য। কোনো সন্দেহ নাই যে এই ট্রফিটা তারই জন্য।’ চেলসি মালিককেই কেন ট্রফিটা উৎসর্গ করতে হবে? এটার কারণটাও জানিয়েছেন চেলসি ম্যানেজার।

টুখেল ভাষ্য, ‘ফাইনাল খেলার পর আমরা মাঠে তার সাথে দেখা করলাম। তখন সে আমাদের অভিনন্দন জানালো, জবাবে আমিও তাকে অভিবাদন জানালাম। সে খুব খুশি হয়েছিল।’

চেলসির জার্মান কোচ বলেন, “তখন আমি বললাম ‘এই ট্রফিটা আপনার জন্য জন্য। এটা আপনার ক্লাব এবং যা কিছু আমরা অর্জন করেছি, সবকিছুর পিছনেই আপনার অবদান রয়েছে। খেলাটার প্রতি আপনার আবেগ এবংভালোবাসার জন্যই এসব কিছু সম্ভব হয়েছে।’ তাই এই শিরোপাটা অবশ্যই তার জন্য।”

এ নিয়ে চেলসিকে তিনটি বিশ্বমানের শিরোপা জিতিয়েছেন টুখেল। তার আনন্দিত হবারই কথা। হয়েছেও তাই। উচ্ছ্বাসিত হয়ে ৪৯ বছর বয়সী এই জার্মান কোচ বলেন, ‘আমি এটার অংশ হতে পেরে আনন্দিত।’

কোচিং ক্যারিয়ারে চেলসির হয়ে জেতা এ পর্যন্ত তিনটি মেজর শিরোপার মধ্যে আছে উয়েফা সুপার কাপ, চ্যাম্পিয়ন লিগ এবং সর্বশেষ ফিফা ক্লাব বিশ্বকাপ। ২০২১ সালের ফিফার বর্ষসেরা কোচের পুরস্কারটাও দখল করে নিয়েছেন টুখেল।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ জিতলো চেলসি

প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ জিতলো চেলসি

কোচের সাথে দ্বন্দ্বে জাতীয় দল ছাড়লেন চেলসি তারকা জিয়াশ

কোচের সাথে দ্বন্দ্বে জাতীয় দল ছাড়লেন চেলসি তারকা জিয়াশ

এক বছরেই সর্বজয়ী এডুয়ার্ড মেন্ডি

এক বছরেই সর্বজয়ী এডুয়ার্ড মেন্ডি

চেলসির সাথে চুক্তির মেয়াদ বাড়ালেন থিয়াগো সিলভা

চেলসির সাথে চুক্তির মেয়াদ বাড়ালেন থিয়াগো সিলভা