সময়টা একদমই ভালো যচ্ছে না ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের। একের পর এক ড্রতে পয়েন্ট খুঁইয়েই যাচ্ছে ওল্ড ট্রাফোডের দলটি। এমনিকি তলনীর দিকের দলও রুখে দিচ্ছে রেড ডেভিলদের। দলের এই অবস্থায় কোচ রালফ রাংনিকের উপর চটেছেন ইউনাইটেড কিংবদন্তি পল স্কোলস। রাংনিককে কোচ হিসাবে মানতেই নারাজ তিনি।
শনিবার (১২ ফেব্রুয়ারি) সাউদাম্পটনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খোয়ানোর পর ক্ষোভে ফেটে পড়েন স্কোলস। ইউনাইটেডদের সাবেক কোচ ওলে গানার সোলশারকে পরিকল্পনা না করেই বাদ দেয়াটাই রেড ডেভিলদের আজকের অবস্থার জন্য দায়ী বলে মনে করেন তিনি।
স্কোলস বলেন, ‘ওলে বরখাস্ত হতে যাচ্ছে সেটা আমরা সবাই জানতাম। কিন্তু পরিকল্পনা কোথায় ছিল? এখানে একটা পরিকল্পনা থাকা উচিত ছিল। তারা উচ্চমানের একজন কোচ আনতে পারতো। যে কিনা সেই সময়ের পরিস্থিতি সামাল দিয়ে দলকে এগিয়ে নিতে দক্ষতার পরিচয় দিতো।’
ক্লাব হিসাবে ম্যানইউর সব কিছু আছে, শুধু ইদানিংকালের সাফল্য ছাড়া। এ নিয়ে আফসোসও ঝরলো স্কোলসের কন্ঠে। সেই সঙ্গে এক হাত নিলেন রাংনিককেও।
ইংলিশ গ্রেট বলেন, ‘এটা ম্যানচেস্টার ইউনাইটেড, তাদের সম্ভাব্য সব কিছু আছে। কেবল নেই কোনো পরিকল্পনা। তারা একজন স্পোর্টিং ডিরেক্টরের হাত ধরে চলছে। আমি মনে করি সে (রাংনিক) শেষ ১০ বছরে মাত্র ২ বছর কোন দলকে কোচিং করিয়েছে।’
সেই সঙ্গে প্রতিপক্ষেরও প্রশংসা করতে ভুললেন না স্কোলস। তিনি বলেন, ‘ কোচিং প্যানেল, খেলার ধরণ মিলিয়ে সাউদাম্পটন সেরা ছিল। তারা দারুণ খেলা উপহার দিয়েছে।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]