সামনেই চ্যাম্পিয়ন্স লিগের মহাগুরুত্বপূর্ণ খেলা। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) শেষ ষোলোতে পিএসজির বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। দরকার ছিল আত্মবিশ্বাস। তবে তার আগেই লা লিগার ম্যাচে হোঁচট খেয়েছে তারা! ভিয়ারিয়ালের মাঠে গোলশূন্য ড্র করে পয়েন্ট খুঁইয়ে এসেছে কার্লো আনচেলত্তির দল।
এই ম্যাচেও ছিলেন না রিয়ালের প্রধান অস্ত্র করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদ যে এখনো লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে, তা এই ফরাসি স্ট্রাইকারের বদৌলতেই। তার সাথে জুটি বেঁধে আরেকপ্রান্ত কাঁপাতেন ভিনিসিয়াস জুনিয়র। বেনজেমা না থাকায় ভিয়ারিয়ালের বিপক্ষে অসহায়ই মনে হলো ভিনিসিয়াসকে।
রোববার (১২ জানুয়ারি) ভিয়ারিয়ালের মাঠে ম্যাচের শুরুতে খুঁজেই পাওয়া যায়নি রিয়ালকে। যদিও বারবার বাঁ প্রান্তে দিয়ে বল নিয়ে প্রতিপক্ষের মনে ভয় ধরিয়ে দিয়েছিলেন ভিনিসিয়াস। কিন্তু ডি-বক্সে গিয়েই সঙ্গীর অভাবে বারবার খেঁই হারিয়েছেন ব্রাজিলিয়ান তারকা।
প্রথমার্ধে বেশ কয়েকটা সুযোগ পেয়েছিল রিয়াল। এর মধ্যে সেরা সুযোগটি আসে ম্যাচের ৪২ মিনিটের মাথায়। কাসেমিরো দারুণ এক থ্রু বাড়িয়ে দিয়েছিলেন গ্যারেথ বেলের দিকে। দুর্দান্ত নিয়ন্ত্রণে বল নামিয়ে শট নিয়েছিলেন ওয়েলশ তারকা। বল আটকে যায় ভিয়ারিয়াল গোলকিপার জেনেরিমো রুইয়ের হাতে।
প্রথমার্ধে নিজেদের হারিয়ে খোঁজা রিয়াল দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো ফুটবল খেলেছে। গোলপোস্ট লক্ষ্য করে কয়েকবার দূরপাল্লার শট নিয়েছিলেন মার্কো আসেনসিও। সেই শট কখনো লেগেছে ক্রসবারে, কখনো আটকে দিয়ে ভিয়ারিয়ালকে রক্ষা করেছেন রুই।
এরপর আক্রমণ করে গেলেও গোলের দেখা পায়নি কোনো দলই। এর মধ্যে ৯২ মিনিটে রিয়াল মাদ্রিদের গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি ভিয়ারিয়ালের জোভিক। তার শট লেগেছে ক্রসবারে!
অন্যদিকে একই রাতে এলচেকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে ৩ পয়েন্ট বাগিয়েছে দুইয়ে থাকা সেভিয়া। এর ফলে জমে উঠেছে লা লীগার লড়াই। শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান নেমে এসেছে চারে! ২৪ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫৪, সমান ম্যাচে সেভিয়ার পয়েন্ট ৫০।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]