ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর হতাশার দিনে আবারও হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড। গুরুত্বপূর্ণ এ ম্যাচে জ্বলে উঠতে পারেনি তিনি। ওল্ড ট্র্যাফোর্ডে লিগে সাউথ্যাম্পটনের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও ১-১ ড্রয়ে শেষ পর্যন্ত পয়েন্ট খোয়াতে হয়েছে স্বাগতিকদের।
শনিবার (১২ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত হওয়া এ ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইউনাইটেড। তকে রোনালদোর নেওয়া শট আটকে দেন রোমাঁ পেরুদ। এর দুই মিনিট পর স্যানচোর শটও ফিরিয়ে দেন গোলরক্ষক। তবে আক্রমণের ধারা অব্যাহত রেখে প্রথমার্ধেই এগিয়ে যায় ইউনাইটেড।
ম্যাচের ২১তম মিনিটে ১-০ গোলে লিড নেয় ইউনাইটেড। মার্কাস র্যাশফোর্ডের বাড়িয়ে দেওয়া বলে নিখুঁতভাবে বল জালে পাঠান জডান স্যানচো। প্রথমার্ধের শেষ দিকে ইউনাইটেডকে চেপে ধরলেও ম্যাচে ফিরতে পারেনি সাউথ্যাম্পটন।
ম্যাচের ৪১তম মিনিটে বক্সের ভেতর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি সফলকারীরা। বিপরীতে বিরতির আগ মুহূর্তে রোনালদোর ক্রসে পাওয়া বল জালে জড়ান পগবা। তবে আক্রমণের শুরুতে বল রিসিভের সময়ই পর্তুগিজ ফরোয়ার্ড অফসাইডে থাকায় গোল বাতিল করা হয়। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।
বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতে প্রথম সুযোগেই সমতা ফেরায় সাউথ্যাম্পটন। মোহামেদ ইউনুসির থ্রু পাস থেকে চে অ্যাডামসের কোনাকুনি শট ইউনাইটেডের জালে জড়ায়। ১-১ সমতায় ম্যাচের ৬১তম মিনিটে দুটি শট ফিরিয়ে ইউনাইটেডের হতাশা বাড়ান সাউথ্যাম্পটন গোলরক্ষক ফ্রেসার ফস্টার।
৭২তম মিনিটে ফের্নান্দেসের ফ্রি কিকে স্যানচোর হেডে বল জালে জড়ালেও রোনালদো অফসাইডে থাকায় গোল বাতিল হয়। পর্তুগিজ এ ফরোয়ার্ড রেফারির কাছে আপত্তি জানালেও সাড়া মেলেনি। এরপর আর কোনো সুযোগ তৈরি করতে না পারায় ১-১ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়ে দুই দল। ভাগ করে নেয় পয়েন্ট।
ঘরের মাঠে এ ড্র করে লিগ শিরোপার লড়াই থেকে আরও পিছিয়ে পড়লো ম্যানচেস্টার ইউনাইটেড। লিগে নিজেদের খেলা ২৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা। তবে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ২০ পয়েন্ট পিছিয়ে রোনালদোর দল। ২৫ ম্যাচ খেলা সিটির পয়েন্ট ৬৩।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]