ইদানিং নিজের চেনা ফর্মে নাই ফুটবলের অন্যতম তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পর শুরুতে নিজেকে মেলে ধরলেও দিন দিন রঙ হারাচ্ছেন এই তারকা। এই ব্যাপারটা ভাবাচ্ছে ম্যানইউ বস রালফ রাংনিককে। তিনি মনে করেন রোনালদোর আরও গোল করা উচিত।
নিজের খেলা শেষ পাঁচ ম্যাচে গোল পাননি রোনালদো। ২০১৩ সালের পর তার ক্যারিয়ারে এমনটা আর দেখা যায়নি। তলানির দল মিডলসবার্গের বিপক্ষে পেনাল্টিও মিস করে বসেন পর্তুগিজ তারকা।
রোনালদোর এমন ফর্ম চিন্তায় ফেলে দিয়েছে রাংনিককে। তিনি বলেন, ‘যদিও এটা শুধুমাত্র ক্রিস্টিয়ানো রোনালদোর বিষয় নয়, তবুও এটা স্পষ্ট যে তার আরও গোল করা উচিত।’
শুধু রোনালদো নয়, দলের আক্রমণভাগের অনন্যা খেলোয়াড়দেরও আর মনোযোগী হতে হবে বলে মনে করেন রাংনিক। তিনি বলেন, ‘আমি মনে করি, আমরা শেষ কয়েকটি খেলায় যথেষ্ট সুযোগ তৈরি করছি। কিন্তু আমরা পর্যাপ্ত গোল করতে পারিনি। সমস্যাটা আক্রমণভাগের অন্য খেলোয়াড়দেরও।’
ইংলিশ প্রিমিয়ার লিগে পরের ম্যাচে আজ রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ সাউদাম্পটন। এই ম্যাচকে একদমই হালকা করে দেখছেন না রাংনিক। বেশ কঠিন ম্যাচ হবে বলেই ধারণা ম্যানইউ বসের।
রাংনিক বলেন, ‘আমরা পুরোপুরি একমত যে এটা কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে। তারা কৌশলগতভাবে খুব ভালো খেলেছে। আমাদের জন্য এটা চ্যালেঞ্জের হবে। আমরাও সেই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকবো।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]