টঙ্গী থেকে সরে সেই বসুন্ধরা কিংসেই ফিরছে বাফুফে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২২
টঙ্গী থেকে সরে সেই বসুন্ধরা কিংসেই ফিরছে বাফুফে

নানা নাটকীয়তার পর পরিবর্তন হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ভেন্যু। পেশাদার লিগ কমিটির সভায় ভেন্যু বাড়ানোর পাশাপাশি টঙ্গী আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামকে ভেন্যু তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মুন্সিগঞ্জ বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামের সাথে যুক্ত করা হয়েছে আরও পাঁচ ভেন্যু।

প্রিমিয়ার লিগ শুরুর আগে সাত ভেন্যুতে খেলা চালানোর সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অবশ্য পরে কমতে কমতে ভেন্যুর সংখ্যা দাঁড়িয়েছিল দুইটিতে। 

এ সিদ্ধান্তের পর থেকেই বিভিন্ন মহলে শুরু হয়েছিল সমালোচনা। এরপরেই ভেন্যু বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

বিপিএল ফুটবলের চতুর্থ রাউন্ড থেকে ছয় ভেন্যুতে খেলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে মুন্সিগঞ্জের পাশাপাশি যুক্ত হচ্ছে সিলেট, গোপালগঞ্জ, কুমিল্লা, রাজশাহী এবং বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠ।

শনিবার (১২ ফেব্রুয়ারি) থেকে মাঠে গড়াবে বিপিএল ফুটবলের তৃতীয় রাউন্ড। এই রাউন্ডের খেলা টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়াম এবং মুন্সিগঞ্জ স্টেডিয়ামে আয়োজিত হবে।

তৃতীয় রাউন্ডের ফিকশ্চার প্রকাশিত হলেও চতুর্থ রাউন্ড কবে থেকে শুরু করা হবে সে বিষয়ে এখনও কিছু জানায়নি বাফুফের পেশাদার লিগ কমিটি। প্রথম তিন রাউন্ডের মতো চতুর্থ রাউন্ড থেকে সবগুলো ভেন্যুর দেখভালের দায়িত্বে থাকবে বাফুফে।

প্রিমিয়ার লিগের ভেন্যু
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স- বসুন্ধরা কিংস ও শেখ রাসেল 
সিলেট জেলা স্টেডিয়াম- ঢাকা আবাহনী ও রহমতগঞ্জ
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম- ঢাকা মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী
বীরশ্রেষ্ঠ শহীদ লে.মতিউর রহমান,মুন্সিগঞ্জ- শেখ জামাল ও সাইফ স্পোর্টিং
রাজশাহী জেলা স্টেডিয়াম- বাংলাদেশ পুলিশ ও স্বাধীনতা ক্রীড়া সংঘ
গোপালগঞ্জ- উত্তর বারিধারা ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

স্পট ফিক্সিং, ফিফার নিষেধাজ্ঞায় আরামবাগ সভাপতি

স্পট ফিক্সিং, ফিফার নিষেধাজ্ঞায় আরামবাগ সভাপতি

বিপিএল ফুটবল: ভেন্যু নিয়ে আরচ্যারির সাথে বিবাদে বাফুফে

বিপিএল ফুটবল: ভেন্যু নিয়ে আরচ্যারির সাথে বিবাদে বাফুফে

দ্বিমুকুট জয়ে আকাশী-নীল শিবিরে ৭৫ লাখ টাকার বোনাস

দ্বিমুকুট জয়ে আকাশী-নীল শিবিরে ৭৫ লাখ টাকার বোনাস

প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে খেলবে বসুন্ধরা কিংস

প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে খেলবে বসুন্ধরা কিংস