দীর্গদিন ধরে ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন প্যারিস সেন্ট জার্মেইনের ব্রাজিলিয়ান তারকা নেইমার। ধারণা করা হচ্ছিলো চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে খেলতে পারবেন না তিনি। তবে শঙ্কা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তিনি। কিন্তু মাঠে নামতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।
চোটে পড়ায় পুনবার্সন প্রক্রিয়া সারতে ব্রাজিলে গিয়েছিলেন নেইমার। সেখান থেকে প্যারিসে ফিরে এসেছেন তিনি। শুধু তাই নয়, পিএসজির মাঠে অনুশীলনও শুরু করেছেন তিনি।
মাঠের অনুশীলনে ফিরলেও মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রিয়ালের বিপক্ষে খেলবেন কিনা তা এখনও নিশ্চিত করেনি পিএসজি। ক্লাবটি জানিয়েছে, দলের সাথে আংশিক অনুশীলন করেছেন নেইমার।
এতো গেলো নেইমার। নতুন করে ইনজুরিতে পড়েছেন পিএসজির আর্জেন্টাইন রিক্রুট অ্যাঞ্জেল ডি মারিয়া। ইনজুরির কারণে রিয়ালের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে অনিশ্চিত তিনি। ডি মারিয়া না থাকলে রিয়ালের বিপক্ষে একাদশে থাকতে পারেন আরেক আর্জেন্টাইন তারকা মাউরো ইকার্দি।
এ দুই ফুটবলাররা ছাড়াও মাঠের বাইরে আছেন ডিফেন্ডার সার্জিও রামোস। মৌসুমের বেশিরভাগই সময়ই ইনজুরি সমস্যায় মাঠের বাইরে আছেন তিনি। তারও রিয়ালের বিপক্ষে মাঠে নামা নিয়ে রয়েছে শঙ্কা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]