নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো আফ্রিকান নেশন্স কাপের শিরোপা জিতেছে সেনেগাল। তাদের এ শিরোপা জয়ের আনন্দ বাড়িয়ে দিয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের উন্নতি। ফিফা র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১৮ নম্বর অবস্থানে আছে সেনেগাল।
এর ফিফা র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ২০ নম্বর অবস্থানে ছিল সেনেগাল। এবার দুই ধাপ এগিয়ে নিজেদের অবস্থান ১৮ নম্বরে নিয়ে এসেছে তারা। এটাই তাদের ইতিহাসের সর্বোচ্চ ফিফা র্যাঙ্কিং।
শুধু সেনেগাল নয়, ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে আর্জেন্টিনাও। এক ধাপ এগিয়ে চার নম্বরে অবস্থান করছে তারা। সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে চিলি এবং কলম্বিয়াকে হারিয়ে নিজেদের এগিয়ে নিয়েছে আলবিসেলেস্তারা।
চার নম্বরে আর্জেন্টিনাকে জায়গা করে দিতে একধাপ পিছিয়েছে ইংল্যান্ড। শীর্ষ দশে নেই আর কোনো পরিবর্তন। যথারীতি সবার উপরে অবস্থান করছে বেলজিয়াম। তাদের পরের দুই অবস্থানে আছে ব্রাজিল এবং ফ্রান্স।
আফ্রিকান নেশন্স কাপে ভালো খেলায় আফ্রিকার দেশগুলো র্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে। মিশর ১১ ধাপ এগিয়েছে, তাদের বর্তমান অবস্থান ৩৪তম। এছাড়াও ১২ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে আছে ক্যামেরুন।
বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ১৮৬তম স্থানে আছে বাংলাদেশ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]