ব্রাজিলিয়ান তারকা নেইমারের ব্যাংক অ্যাকাউন্টে হামলা করেছে চোর। সরিয়ে নিয়েছে প্রায় অর্ধ লাখ ডলার। এই ঘটনার সাথে জড়িত ২০ বছর বয়সী এক ব্রাজিলিয়ানকে গ্রেফতার করেছে সাও পাওলো পুলিশ। তবে তদন্তের স্বার্থে এখনও তার পরিচয় প্রকাশ করেনি তারা।
যদিও এই টাকাটা নেইমারের পক্ষে খুব বেশি কিছু নয়। কারণ পিএসজির কাছ থেকে বেতন বাবদ প্রতি ১০ ঘণ্টাতেই এই টাকা পান তিনি। তাও চুরির এই ঘটনায় উঠেপড়ে লেগেছে ব্যাংক কর্তৃপক্ষ। নেইমার তাদের গ্রাহক। তার আমানত রক্ষার দায়িত্ব বলতে তো কিছু আছে।
সাও পাওলো পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যাক্তি একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক সহকারী হিসেবে কাজ করেন। তিনি একটা বড় অপরাধী চক্রের সঙ্গে জড়িত। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সে এই কাজ করতো।
ব্রাজিলে অনলাইনে ব্যাংকের লেনদেনের জন্য পিআইএক্স নামে একটি পদ্ধতি ব্যবহার করা হয়। এটি অপেক্ষাকৃত সহজ এবং সুবিধাজনক হওয়ায় অনেকেই ব্যবহার করে। এই পিআইএক্স ব্যবহার করেই নেইমারের মতো অনেকের অ্যাকাউন্ট থেকে অর্থ আত্মসাৎ করেছিল ওই ব্যক্তি।
সাও পাওলো পুলিশের প্রধান ফাবিও পিনহেইরো লোপেস স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘সে সহকর্মীর আইডি থেকে পিআইএক্সে লগ ইন করেছিল। তার টার্গেট ছিল বিখ্যাত লোক। তাদের অ্যাকাউন্ট থেকে অল্প অল্প করে চুরি করা শুরু করে।’
তিনি আরও বলেন, ‘সে প্রথমে ১৯০০ ডলার, পরে আবারও ১৯০০ ডলার, এরপর ৪০০০ ডলার এবং শেষে ১০০০০ ডলার চুরি করেছে। সব মিলিয়ে এভাবে প্রায় ৪০০০০ ডলার চুরি করেছিল সে।’
নেইমারের যে অ্যাকাউন্টটি থেকে টাকা চুরি হয়েছে সেটি চালাতেন তার বাবা। এখনো নেইমারের প্রেস অফিসার এই ব্যাপারে কিছু বলেননি। তাদের অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নিবে ব্রাজিলিয়ান পুলিশ।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]