এই ম্যাচ দিয়ে মাঠে ফিরেছিলেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। আফ্রিকান নেশনস কাপের ফাইনালে হেরে মন খারাপ ছিলো এই তারকার। তবে লেস্টার সিটির বিপক্ষে লিভারপুলের ২-০ গোলের সহজ জয়ে কিছুটা হলেও সান্ত্বনা পেলেন তিনি। লিভারপুলের হয়ে দুটো গোলই করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড ডিওগো জোতা।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ঘরের মাঠ অ্যানফিল্ড স্টেডিয়ামে লেস্টার সিটির বিপক্ষে ম্যাচের শুরু থেকেই এগিয়ে ছিল লিভারপুল। তবে আক্রমনের পর আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিলো না ‘অল রেড’রা। অপেক্ষার অবসান হয় ম্যাচের ৩৪ মিনিটের মাথায়।
কর্নার থেকে আসা বলে মাথা ছুঁইয়ে দিয়েছিলেন ভার্জিল ফন ডাইক। তার হেড আটকে দেন লেস্টারের গোলকিপার ক্যাসপার স্মাইকেল। কিন্তু বল গিয়ে পড়ে একেবারে জোতার সামনে। সুযোগসন্ধানী জোতা ভুল করেননি। দারণ শটে দলকে ১-০ তে এগিয়ে নেন পর্তুগিজ তারকা।
এরপর প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি দু’দলের কেউ। বিরতির পর খেলতে নেমে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় লিভারপুল। সালাহ নেমে আরও বেগবান করেন লিভারপুলকে। গোল পোস্ট বরাবর চারটি শটও নিয়েছিলেন। তবে ভাগ্য সায় দেয়নি।
ম্যাচের দ্বিতীয় গোলটা আসে একদম শেষ সময়ে। ৮৭ মিনিটে লিভারপুলের ডি-বক্সে ওঁত পেতে ছিলেন জোতা। সুযোগ বুঝে তার দিকে বল বাড়িয়ে দেন জল মাতিপ। সবাইকে ফাঁকি দিয়ে জোতার শট খুঁজে নেয় জাল। আর তাতেই ২-০ গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে জার্গেন ক্লপের দল।
এই জয়ে পয়েন্ট টেবিলে যথারীতি দুইয়েই রইলো লিভারপুল। ২৩ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৫১। এক ম্যাচ বেশি খেলে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শিরোপাপ্রত্যাশী ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]