বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১০ জনের স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করেছে মোহামেডান। মোহামেডানের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেছেন মালির ফরোয়ার্ড সোলেমান দিয়েবাতে।
স্বাধীনতা ক্রীড়া সংঘকে হারিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করে লিগের দুই ম্যাচে চার পয়েন্ট লাভ করেছে সাদাকালো জার্সির দলটি। অপরদিকে, সমান সংখ্যক ম্যাচ খেলে এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে রয়েছে স্বাধীনতা ক্রীড়া সংঘ।
জয়ের জন্য মরিয়া মোহামেডান শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকে। বিপরীতে রক্ষণাত্মক কৌশল অবলম্বন করে লিগের নবাগত দল স্বাধীনতা। যে কারণে জয়সূচক গোলটি পেতে ৭৭তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে মতিঝিলের ক্লাবটিকে।
ম্যাচের ৭৭তম মিনিটে গোলখরা কাটাতে সক্ষম হন সোলেমান। ফলে ১-০ গোলের লিড পায় মোহামেডান। এরপর আর কোনো গোল না পেলেও ম্যাচের শেষ বাঁশি পর্যন্ত ওই লিড ধরে রাখে তারা। লড়াইয়ে ফেরার প্রাণপন চেষ্টা করেও ব্যর্থ হয়েছে স্বাধীনতা।
পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার লড়াইয়ে দুটি হলুদ কার্ড দেখে (লাল কার্ড) মাঠ ছাড়তে বাধ্য হন স্বাধীনতার খেলোয়াড় হাসান মুরাদ। ফলে ১০ জন নিয়ে বাকি সময় সামাল দিয়েছে দলটি।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]