দানি আলভেসের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছে বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২২
দানি আলভেসের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছে বার্সেলোনা

লা লিগার ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে লাল কার্ড পেয়ে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেস। লাল কার্ড দেখার ওই ম্যাচে অবশ্য জয় পেয়েছিল বার্সা। দানি আলভেসের সেই নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করেছে কাতালান জায়ান্টরা।

ক্যাম্প ন্যুর ম্যাচটিতে বার্সেলোনা ৪-২ গোলে জয়ী হয়। ৬৯ মিনিটে ইয়ানিক কারাসকোকে বাজেভাবে ট্যাকেলের অপরাধে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ত্যাগে বাধ্য হন আলভেস। মাঠ ছাড়ার আগে ৩৮ বছর বয়সী এ ব্রাজিলিয়ান এক গোল করা ছাড়াও একটি এসিস্টও করেছিলেন।

অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয়ের ফলে ২২ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের চতুর্থ স্থানে ওঠে গেছে বার্সেলোনা। যদিও টেবিলের শীর্ষে থাকা চির প্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদের থেকে এখনো ১৫ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে রয়েছে বার্সেলোনা।

রোববার লিগের পরবর্তী ম্যাচে বার্সেরোনা এস্পানিয়লের মোকাবেলা করবে। নিষেধাজ্ঞার কারণে ওই ম্যাচে খেলতে পারবে না ব্রাজিলিয়ান অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেস। তবে তার আগেই শাস্তির বিরুদ্ধে আপিল করেছে বার্সেলোনা।

ক্লাব বার্সেলোনার পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বলা হয়, দানি আলভেসের লাল কার্ডের পর দুই ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে কমিটির কাছে বার্সেলোনার আপিল কমিটি আবেদন দাখিল করেছে।

এদিকে, ফাউল খেলা ও নিষেধাজ্ঞা নিয়ে দানি আলভেস নিজেও মুখ খুলেছেন। সংবাদ মাধ্যমের কাছে তিনি দাবি করেন, ভুল খেলাটি তার ইচ্ছাকৃত ছিল না। তিনি বলেন, ‍“আমি মনে করি এটি (দুই ম্যাচের নিষেধাজ্ঞা) কিছুটা কঠোর। আমার পা নামানোর জায়গা ছিল না। আমি দ্রুতই চিন্তিত ছিলাম যে, আমি তাকে আঘাত করেছি।”

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিনামূল্যে আর্সেনাল থেকে বার্সেলোনায় আবেমেয়াং

বিনামূল্যে আর্সেনাল থেকে বার্সেলোনায় আবেমেয়াং

অ্যাথলেটিকোকে উড়িয়ে দিয়ে শীর্ষ চারে বার্সেলোনা

অ্যাথলেটিকোকে উড়িয়ে দিয়ে শীর্ষ চারে বার্সেলোনা

নারী সহকর্মীকে অনৈতিক বার্তা, বরখাস্ত সাবেক বার্সা তারকা

নারী সহকর্মীকে অনৈতিক বার্তা, বরখাস্ত সাবেক বার্সা তারকা

চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়া বার্সেলোনার মূল লক্ষ্য : জাভি

চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়া বার্সেলোনার মূল লক্ষ্য : জাভি