লা লিগায় নিজেদের সর্বশেষ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়েছিল বার্সেলোনা। এ ম্যাচে লাল কার্ড দেখে মাঠে ছেড়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেস। লাল কার্ড দেখে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি।
অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয়ের ম্যাচে ৬৮তম মিনিটে লাল কার্ড দেখেন দানি আলভেস। বল পায়ে এগোতে থাকা ইয়ানিক ফেরেইরাকে ফাউল করেন আলভেস।
ভিএআর যাচাই করে রেফারির মনে হয়েছে বুটের স্পাইক ব্যবহার করে ফাউল করেছেন তিনি। এ সময় দানি আলভেসের বল দখলে নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না। সে কারনেই ওই ম্যাচে তাকে লাল কার্ড দেখান রেফারি।
লাল কার্ডের জন্য দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন আলভেস। যার ফলে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বার্সেলোনার জার্সিতে মাঠে নামতে পারবেন না তিনি।
চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চার ম্যাচ খেলবে বার্সেলোনা। যার মধ্যে দুইটি লিগ ম্যাচ এবং অপর দুইটি ইউরোপা লিগের ম্যাচ।
ইউরোপিয়ান ফুটবলের দ্বিতীয় সারির টুর্নামেন্ট ইউরোপা লিগের জন্য আলভেসকে নিবন্ধন করাতে পারেনি কাতালান ক্লাবটি। মূলত এ কারণেই বার্সেলোনার জার্সিতে টানা চার ম্যাচ মাঠের বাইরে থাকবেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]