নিজের পোষা বিড়ালের সাথে অমানবিক আচরণ করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ওয়েস্ট হ্যামের ফরাসি ফুটবলার কুর্তা জুমা। এর জেরে তাকে জরিমানা করেছে ক্লাব ওয়েস্ট হ্যাম। শুধু তাই নয়, তার সাথে চুক্তি বাতিল করেছে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এক ভিডিও প্রকাশ করেন জুমার ভাই ইয়োহান। সেখানে দেখা যায়, বাড়ির পোষা বিড়ালকে ফুটবলের মতো ভলি করছেন তিনি। শুধু তাই নয়, বিড়ালের মুখে চড়ও মারেন।
ভিডিও প্রকাশের সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। তৈরি হয় তুমুল সমালোচনা। ফুটবল সমর্থক থেকে প্রাণীর অধিকার রক্ষার সংঘঠন সবাই তার বিরুদ্ধে অভিযোগ তোলে। এমনকি তার বিচারের দাবিতে প্রায় দেড় লাখ মানুষ ইতিমধ্যেই পিটিশন সই করেছেন।
এ ঘটনাটি তদন্ত করছে ইংল্যান্ড পুলিশ। এ সময়ে তার বাসা থেকে পোষা বিড়াল দুইটিকে নিজেদের হেফাজতে নিয়েছে ইংল্যান্ডের প্রাণী অধিকার রক্ষা সংগঠন (আরএসপিসিএ)।
As a cat owner, Kurt Zouma’s abuse of his pet has made me feel physically sick tonight.
— Dan Wootton (@danwootton) February 7, 2022
How could someone treat their animal like this for sport and cheap laughs?
He must never own a cat again. pic.twitter.com/tV905qI6pR
এরপরেই তার পাশ থেকে সরে দাঁড়ায় তার স্পনসর প্রতিষ্ঠান অ্যাডিডাস। তারা জানায়, ‘আমরা তদন্ত করেছি। কুর্তা জুমা আর আমাদের সাথে চুক্তিবদ্ধ অ্যাথলেট নন।’
এরপরেই ওয়েস্ট হ্যাম জুমাকে আড়াই লাখ পাউন্ড জরিমানা করেছে। জানিয়েছে, এই টাকা প্রাণীদের অধিকার রক্ষায় কাজ করা প্রতিষ্ঠানে দান করা হবে।
শুধু নিজের বিপদ নয়, ক্লাবেরও বিপদ ডেকে এনেছেন জুমা। জুমার এ ঘটনার পর ওয়েস্ট হ্যামের সাথে চুক্তি বাতিল করেছে ইংল্যান্ডের মেডিকেল ইনস্যুরেন্স প্রতিষ্ঠান ভাইটালিটি।
চারদিক থেকে আসা সমালোচনার পর নিজের কতৃকর্মের জন্য ক্ষমা চেয়েছেন জুমা। তিনি বলেন, ‘ভিডিওটি দেখে যাঁরা কষ্ট পেয়েছেন, তাঁদের বলতে চাই, কতটা দুঃখ লাগছে, তা বোঝাতে পারব না। দুটি বিড়াল নিরাপদে এবং ভালো আছে বলে নিশ্চিত করছি সবাইকে। ওই আচরণ বিচ্ছিন্ন ঘটনা, আর কখনোই এমন হবে না।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]