কোচের সাথে দ্বন্দ্বে জাতীয় দল ছাড়লেন চেলসি তারকা জিয়াশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২১ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২২
কোচের সাথে দ্বন্দ্বে জাতীয় দল ছাড়লেন চেলসি তারকা জিয়াশ

মরক্কো জাতীয় দলের কোচের সাথে দ্বন্দ্বে জড়িয়েছেন চেলসি তারকা হাকিম জিয়াশ। এ কারণেই আফ্রিকান নেশনস কাপের দলে ছিলেন না তিনি। এবার জানিয়ে দিয়েছেন, দল বিশ্বকাপে সুযোগ পেলেও খেলবেন না জাতীয় দলের জার্সিতে।

২০২১ সালের জুনে কোচ ভাহিদ হালিলহোদিচ জানান, মরক্কোর হয়ে না খেলার জন্য ভুয়া চোটের অজুহাত দেখিয়েছিলেন জিয়াশ। তখন অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেন তিনি। এরপর থেকেই দুইজনের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব।

এ কারণেই আফ্রিকান নেশনস কাপের দলে জায়গা পাননি হাকিম জিয়াশ। এমনি কোচ জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপ বাছাই পর্বের প্লে অফেও ২৮ বছর বয়সী এই তারকাকে দলে ডাকবেন না।

এ বিষয়ে জিয়াশ বলেন, ‘আমি জাতীয় দলে ফিরবো না। এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমি ক্লাবের হয়ে খেলার দিকেই বেশি মনোযোগী।’

কোচের প্রতি ক্ষোভ জানিয়ে তিনি বলেন, ‘সে (হালিলহোদিচ) সিদ্ধান্ত নিয়েছে। সেটা আমাকে মানতে হবে। এরপরও যদি মিথ্যা কথা আসতে থাকে, তাহলে বিষয়টি আমার কাছে পরিষ্কার। আমি জাতীয় দলে ফিরবো না।’

নেদারল্যান্ডসের হয়ে যুব ক্যারিয়ার শুরু করা জিয়াশ নিজের মাতৃভূমির হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। মরক্কোর হয়ে ৪০ ম্যাচে ১৭ গোল করেছেন এই মিডফিল্ডার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

এক বছরেই সর্বজয়ী এডুয়ার্ড মেন্ডি

এক বছরেই সর্বজয়ী এডুয়ার্ড মেন্ডি

চেলসির সাথে চুক্তির মেয়াদ বাড়ালেন থিয়াগো সিলভা

চেলসির সাথে চুক্তির মেয়াদ বাড়ালেন থিয়াগো সিলভা

চেলসিতে ‘সুখী’ নন লুকাকু

চেলসিতে ‘সুখী’ নন লুকাকু

কাতার বিশ্বকাপের টিকিট পেতে ১৭ মিলিয়ন আবেদন

কাতার বিশ্বকাপের টিকিট পেতে ১৭ মিলিয়ন আবেদন