ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের মিশনে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও সংঘত করলো ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে ১২ পয়েন্টে এগিয়ে গিয়েছে পেপ গার্দিওয়ালার দল।
বুধবার (৯ ফেব্রুয়ারি) নিজেদের ঘরের মাঠে ইতিহাদ স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডের মুখোমুখি হয়েছিল। ঘরের মাঠে ব্রেন্টফোর্ডকে পাত্তায় দেয়নি সিটিজেনরা।
ম্যাচে বল কিংবা প্রতিপক্ষের গোলবার লক্ষ্য করে বারবার শট নিলেও গোলের দেখা পাচ্ছিলো না সিটিজেনরা। ৪০তম মিনিটে এসে ডেডলক ভাঙে ম্যানসিটি।
প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের শিকার হন সিটিজেন স্ট্রাইকার রহিম স্টার্লিং। সে ফাউল থেকে আদায় করে নেওয়া স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি রিয়াদ মাহারেজ।
শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পেপ গার্দিওয়ালার শিষ্যরা। বিরতি থেকে ব্যবধান বাড়ানোর দিকে লক্ষ্য রেখেছিল স্বাগতিকরা।
ম্যাচের ৬৯ মিনিটে পায় চূড়ান্ত সাফল্য। ব্রেন্টফোর্ড গোলরক্ষক রায়া ভুলে রহিম স্টার্লিংকে ব্যাকপাস দিয়ে বসেন। বল পেয়েই গোলবারের শট রাখেন রহিম স্টার্লিং।
তবে স্টার্লিংয়ের এই শট ফিরিয়ে দেন রায়া। তবে ফিরতি শটে গোল করতে করতে ভুল করেননি সিটিজেনদের বেলজিয়ান মিডফিল্ডার ডি ব্রুইনি। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় পায় সিটিজেনরা।
লিগে ২৪ ম্যাচে ১৯ জয় আর ৩ ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যান সিটি। দ্বিতীয় স্থানে থাকা লিভাপুলে পয়েন্ট ৪৮। অবশ্য সিটিজেনদের চেয়ে দুই ম্যাচ কম খেলেছে অলরেডরা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]