বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ২০২১-২২ মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিল সাইফ স্পোর্টিং ক্লাব। দ্বিতীয় ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছে সাইফ। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শক্ত অবস্থানে আন্দ্রেস ক্রুসিয়ানির শিষ্যরা।
বুধবার (৯ ফেব্রুয়ারি) খেলার শুরু থেকেই রহমতগঞ্জকে চেপে ধরে সাইফ স্পোর্টিং ক্লাব। একের পর এক আক্রমণ করে রহমতগঞ্জের রক্ষণভাগকে ব্যস্ত রাখে। ম্যাচের ১৬তম মিনিটে আসে সাইফ স্পোর্টিংয়ের প্রথম সাফল্য।
ডান প্রান্ত দিয়ে মেরাজের ক্রস থেকে অসাধারণ হেডে বল জালে জড়ান ফয়সাল আহমেদ ফাহিম। ঠিক এর পরপরই ফ্রি কিক থেকে সানডে চিজোবার কোনাকোনি শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন সাইফের গোলরক্ষকক মিতুল হোসেন।
ম্যাচের ৩৬তম মিনিটের সময় গোলের দারুণ সুযোগ মিস করেন রহমতগঞ্জের ফজলে রাব্বি। নাসিরের গোললাইন ক্লিয়ারেন্সের কারণে সমতায় ফিরতে ব্যর্থ হয় রহমতগঞ্জ ।
খানিক পরেই ৪০তম মিনিটে ডান পায়ের কোনাকুনি শটে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন এমেকা। প্রথমার্ধের শেষ দিকে ফিলিপ আদজাহ গোলের সুযোগ পেয়েও হাতছাড়া করেন। প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সাইফ স্পোর্টিং।
বিরতি থেকে ফিরে দুই গোলে পিছিয়ে থাকা রহমতগঞ্জ ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে। আক্রমণ-প্রতি আক্রমণে খেলা জমিয়ে তোলে দু’দল। এতে বেশ দ্রুতই সাফল্য পায় সাইফ স্পোর্টিং।
ম্যাচের ৬৬ মিনিটের সময় রহমতগঞ্জের কফিনে শেষ পেরেক ঠুকে দেন মেরাজ। এমেকার বাড়ানো বলে ঠান্ডা মাথায় জালে জড়ান মেরাজ।
দ্বিতীয়ার্ধের শেষ দিকে এসে ফিলিপ আদজাহ ও সানডে চিজোবার চমৎকার বোঝাপড়ায় ব্যবধান কমায় রহমতগঞ্জ। দলটির হয়ে স্কোরশিটে নাম তোলেন সানডে চিজোবা।
এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ আগালেও গোলের দেখা পায়নি কোনো দল। এ ম্যাচে সাইফের হয়ে নজর কেড়েছেন ফয়সাল আহমেদ ফাহিম ও মেরাজ হোসেন। বয়স ভিত্তিক দল থেকে উঠে আসা এই দুইজনের অসাধারণ ফুটবলে ম্যাচে দারুণ করেছেন সাইফ স্পোর্টিং ক্লাব।
দুই জয় নিয়ে লিগে বেশ স্বস্তিতেই রয়েছে ক্রুসিয়ানির শিষ্যরা। দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে সাইফ স্পোর্টিং ক্লাব। শেষ পর্যন্ত কোথায় থামে সাইফ সেটাই দেখার অপেক্ষা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]