প্রায় তিন দশক পর ২০১৯ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছিল লিভারপুল। লিভারপুলের শিরোপা খরা কাটানোর পেছনের নায়কদের একজন তিনি। ইংলিশ ক্লাবটির হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগও। তবে সাদিও মানের ক্যারিয়ারে দেশের হয়ে কোন শিরোপা ছিল না।
এবার সেই আক্ষেপটাও ঘুচিয়ে আফ্রিকা নেশনস কাপে মিশরকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতলো মানের সেনেগাল। ক্লাবের হয়ে দুটি শিরোপা জিতলেও এই ট্রফিটাকেই ক্যারিয়ারের সেরা অর্জন বলে আখ্যায়িত করলেন মানে।
আগের দুই আসরের ফাইনালে হেরে রানার্সআপ হয়েই খুশি থাকতে হয়েছে সেনেগালকে। এবার সেই ভুল আর করলো না তারা। ফাইনালে টাইব্রেকারে নেয়া মানের শেষ শটেই জয় নিশ্চিত হয় সেনেগালের।
ম্যাচ শেষ নিজের অনুভূতি জানাতে গিয়ে দেশের হয়ে জেতা ট্রফিটাকেই সবার উপরে রাখলেন লিভারপুল তারকা। দেশকে প্রথম শিরোপা এনে দিতে পেরে দারুণ উচ্ছ্বাসিত মানে। তিনি বলেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে সেরা দিন। এই ট্রফি আমার জীবনের সেরা ট্রফি।’
২৯ বছর বয়সী এই তারকা আরও বলেন, ‘আমি চ্যাম্পিয়ন্স লিগ এবং অনন্যা অনেক ট্রফিও জিতেছি কিন্তু এই একটি আমার জন্য খুব বিশেষ কিছু। এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আমি আমার জন্য, দেশের মানুষের জন্য এবং পরিবারের সবার জন্য কিছু করতে পেরে খুব খুশি।’
ফাইনালে পেনাল্টি মিস করার পর মানের নিজের কাছেই খারাপ লেগেছিল। তবে সতীর্থরা এসে বেশ সাহস যুগিয়েছেন তাকে। যার জন্য শেষে আর ভুল করেননি তিনি। মানে বলেন, ‘পেনাল্টি মিস করার পর আমার খুব খারাপ লেগেছিল। কিন্তু আমার সতীর্থরা এসে সাহস দিয়েছে।’
তারা বলেছে, ‘সাদিও, আমরা একসাথে হারবো এবং একসাথে জিতবো। আমরা তোমাকে চিনি। তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো। তাদের এই কথা আমাকে শক্ত করেছে। ফলে আমি দ্বিতীয়বার আর ভুল করিনি।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]