বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০২১-২২ মৌসুমের প্রথম ম্যাচে নবাগত স্বাধীনতা সংঘের কাছে হেরে হোচট খায় বসুন্ধরা কিংস৷ তাই লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে উত্তর বারিধারার বিপক্ষে বেশ চাপেই ছিল বসুন্ধরা। তবে শেষ পর্যন্ত মান রক্ষার জয় নিয়েই মাঠ ছেড়েছে অস্কার ব্রুজেরন শিষ্যরা।
সোমবার (৭ ফেব্রুয়ারি) খেলার শুরু থেকেই বোঝা যাচ্ছিল বেশ চাপে আছে বসুন্ধরা। ম্যাচের শুরুর দিকে উত্তর বারিধারার আক্রমণ ঠেকাতে ব্যস্ত ছিল বসুন্ধরার রক্ষণভাগ। ম্যাচের ১৩ মিনিটে সময় ডি-বক্সে বল পেয়েও গোল করতে ব্যর্থ উত্তর বারিধারা সাইদদস্তন ফজিলভ।
শুধু তাই নয় ম্যাচের ২৬ মিনিট এর সময় আরো একটি সহজ সুযোগ মিস করেন আরিফ। এর ঠিক পরেই ২৭ মিনিট এর সময় ইব্রাহিমের ক্রস থেকে সবুজের নিচু হেড এবং স্টোজান ভ্রানিয়াসের এর নিখুত ফিনিশিং বারিধারার জালে বল জড়ায় বসুন্ধরা।
এরপরে দুই দল আক্রমণ পাল্টা আক্রমণ চালালেও কাঙ্খিত গোলের দেখা পায়নি। বসুন্ধরার সামনে ২-০ তে এগিয়ে যাওয়ার সুযোগ থাকলেও, খালেদ শাফেইয়ের ক্রস ইব্রাহিম পোস্টের বাইরে উড়িয়ে মারলে সে সুযোগও নষ্ট হয়।
শেষ পর্যন্ত বসুন্ধরার বসনিয়া-হার্জেগোভনিয়ান রিক্রুট ভ্রানিয়াসে করা ওই একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে।
লিগে শুরুর দুই ম্যাচেই প্রত্যাশামাফিক ফুটবল খেলতে পারেনি বসুন্ধরা কিংস। লিগজুড়ে এ পারফর্মেন্স ধরে রাখলে শিরোপা ছোঁয়া আকাশ কুসুম ভাবনায় পরিণত হবে, তা নিশ্চিত করেই বলা যায়।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]