নেশনস কাপের জয় উদযাপনে সেনেগালে একদিনের ছুটি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৭ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২২
নেশনস কাপের জয় উদযাপনে সেনেগালে একদিনের ছুটি

তৃতীয়বারের চেষ্টায় প্রথমবারের মতো আফ্রিকান শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছে সেনেগাল। তাও আবার সাতবারের চ্যাম্পিয়ন মিশরকে হারিয়ে। এ জয়ে উৎসবের বন্যা বয়ে যাবে, এটাই স্বাভাবিক। এবার সেই উৎসবের আনন্দ আরেকটু বাড়িয়ে দিয়েছে সেনেগাল সরকার। দেশজুড়ে ঘোষণা করা হয়েছে একদিনের ছুটি।

সেনেগালের শিরোপা উৎসবকে আরও রাঙিয়ে দিতে পুরো দেশজুড়ে একদিনের ছুটি ঘোষণা করেন দেশটির রাষ্ট্রপতি ম্যাকি সাল। এ কারণেই সোমবার (৭ ফেব্রুয়ারি) সেনেগাল জুড়ে পালিত হচ্ছে সরকারি ছুটি।

এদিকে দলের জয় উদযাপনে নিজের সফরও বাতিল করেছেন রাষ্ট্রপতি সাল। মিশর ও ইথিওপিয়া সফর শেষে কামরোস সফরে যাওয়ার কথা ছিল। তবে শিরোপাজয়ী ফুটবলারদের বরণ করে নিতে সব কর্মসূচি বাতিল করে রাজধানী ডাকারে ফিরে আসেন তিনি।

রোববার (৬ ফেব্রুয়ারি) ক্যামেরুনের ওলেম্বে স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো আফ্রিকান শ্রেষ্ঠত্বের শিরোপা জিতে নেয় সেনেগাল। এর আগে ২০০২ এবং ২০১৯ সালে ফাইনালে উঠলেও শিরোপা না জিতেই তাদেরকে ফিরতে হয়েছিল।

তবে তৃতীয়বার আর ব্যর্থ হয়ে ফেরেনি সেনেগাল। মোহাম্মদ সালাহর মিশরকে হারিয়েই শিরোপা উল্লাসে মাতে সাদিও মানের সেনেগাল।

এ জয়ের পরেই রাষ্ট্রপতি ভবন থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ‘সোমবার জাতীয় ছুটি ঘোষনা করেছে। লায়নদের অসাধারণ এই শিরোপা জয় উদযাপনের জন্য এই ছুটির ঘোষনা দিয়েছেন তিনি।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রিয়াল মাদ্রিদ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি: এমবাপে

রিয়াল মাদ্রিদ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি: এমবাপে

মিশরকে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা সেনেগালের

মিশরকে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা সেনেগালের

ট্রান্সফার মার্কেটে ভুল করেছে টটেনহ্যাম, কোচ বলছেন শিক্ষা নেওয়া উচিত

ট্রান্সফার মার্কেটে ভুল করেছে টটেনহ্যাম, কোচ বলছেন শিক্ষা নেওয়া উচিত

আবারও মাঠে মৃত্যু দেখলো ফুটবল বিশ্ব

আবারও মাঠে মৃত্যু দেখলো ফুটবল বিশ্ব