লাইপজিগের আত্মঘাতী গোলে বায়ার্নের তিন পয়েন্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৫ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২২
লাইপজিগের আত্মঘাতী গোলে বায়ার্নের তিন পয়েন্ট

জার্মান বুন্দেসলিগার সর্বশেষ আসরের রানার্সআপ লাইপজিগ। চলতি মৌসুমে আরেকবার দেকাহ হয়ে গেল গত আসরের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সাথে। এবারও তারা ভয় ধরিয়ে দিয়েছিল বায়ার্ন শিবিরে। তবে নিজেদের করা আত্মঘাতী গোলেই কপাল পুঁড়লো লাইপজিগের। ৩-২ গোলের ব্যবধানে তাদেরকে হারিয়ে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করলো জার্মান চ্যাম্পিয়নরা।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বায়ার্নের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই চিরচেনা জার্মান ফুটবলের পসরা সাজিয়ে বসে বায়ার্ন। আক্রমণের উপর জোর দেয় তারা। তাতে ম্যাচের মাত্র ১২ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় ‘ব্যাভিরিয়ানস’রা।

গোলপোস্ট লক্ষ্য করে দারুণ এক শট নিয়েছিলেন ফিফার বর্ষসেরা ফুটবলার রবার্ট লেভানডোভস্কি। ক্ষিপ্র গতিতে তার শট ঠেকাতে পারলেও ফাঁকায় দাঁড়ানো টমাস মুলারের ফিরতি শট ঠেকানোর সাধ্যি ছিল না লেইপজিগের গোলরক্ষকের। তাতে ১-০ তে এগিয়ে যায় বায়ার্ন।

বিরতির আগে আসে আরও দুই গোল। গোল খেয়ে পাল্টা আক্রমণে জেগে উঠে লেইপজিগ। ম্যাচের ২৬ মিনিটের মাথায় বায়ার্ন ডিফেন্ডারদের বোকামির ফলে খুব কাছ থেকেই ম্যানুয়েল নিউয়েরকে পরাস্ত করে লেইপজিগকে ১-১ গোলে সমতায় ফেরান আন্দ্রে সিলভা।

৩১ মিনিটে বায়ার্নকে গোলবঞ্চিত করেন লেইপজিগ গোলরক্ষক পিটার গুলাচ্ছি। ৩৪ মিনিটে আবারও বায়ার্নের আক্রমণ। কিংসলে কোমানের শট ফিরে আসে পোস্টে লেগে। ৩৭ মিনিটে মুলার বল জালে পাঠালেও লেভানডোভস্কি প্রতিপক্ষের একজনকে ফাউল করায় সেই গোল জলে যায়!

বিরতির ঠিক আগে লেভানডোভস্কিই ২-১ গোলের লিড এনে দেন দলকে।। বাঁ দিক থেকে ক্রস ফেলছিলেন কোমান। তাতে মাথা ছুঁইয়ে টুর্নামেন্টে নিজের ২৪ নম্বর গোলটি করেন এবারের লিগে সর্বোচ্চ গোলদাতা।

বিরতির পর আবারও জেগে ওঠে লেইপজিগ। ৫৩ মিনিটে বল নিয়ে ডি-বক্সে ঢুকে মাটি কামড়ানো শটে নিউয়েরকে পরাস্ত করে ২-২ তে লেইপজিগকে সমতায় ফেরান ফরাসি মিডফিল্ডার ক্রিস্টোফার এনকুকু।

এই গোলের ৫ মিনিট পর নিজেদের কফিনেই উল্টো পেরেক ঠুকে দেন জস্কো গভারদিওল। বল ক্লিয়ার করতে গিয়ে তুলে দেন নিজেদের জালে। তাতেই ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জুলিয়ান নাগেলসম্যানের দল।

এই জয়ে ২১ ম্যাচে ১৭ জয় ও ১ ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন। এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমুন্ড। ২১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে লাইপজিগ।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

উড়ছেন লেভানডোভস্কি, উড়ছে বায়ার্ন

উড়ছেন লেভানডোভস্কি, উড়ছে বায়ার্ন

গোল মেশিন হল্যান্ড

গোল মেশিন হল্যান্ড

লেভানডোস্কির জোড়া গোলে মৌসুমে বায়ার্নের প্রথম শিরোপা

লেভানডোস্কির জোড়া গোলে মৌসুমে বায়ার্নের প্রথম শিরোপা

আমি কখনও দ্বিতীয় হতে চাই না : হালান্ড

আমি কখনও দ্বিতীয় হতে চাই না : হালান্ড