এমিলিয়ানো মার্টিনেজের পর আর্জেন্টিনার সবচেয়ে মেধাবী গোলরক্ষক ধরা হয় হুয়ান মুসোকে। অনেকের মতে মার্টিনেজ থেকেও এগিয়ে মুসো। দলের প্রতিটি খেলায় সাইড বেঞ্চে তার উপস্থিতি সবার চোখে পড়ে। আর্জেন্টিনার ব্যাকআপ গোলরক্ষক হিসেবে দলে তাঁর জায়গাটা একপ্রকার পাকা। এবার নিজের ভুলে আচানক এক কারবার করে বসলেন ২৭ বছর বয়সী মুসো। যেটা একই সঙ্গে হাস্যকর এবং বিব্রতকরও!
আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দলে ডাক পেয়েছিলেন মুসো। তাই দলের সঙ্গেই ছিলেন তিনি। গোলপোস্টের নিচে মার্টিনেজ থাকায় চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নামা হয়নি তার।
সর্বশেষ ম্যাচ শেষে মুসো বাসায় ফিরে দেখলেন, বান্ধবী আনা আরিয়াদো তার চমকে দেবার নানা বন্দোবস্ত করে রেখেছেন। শোবার ঘরজুড়ে হিলিয়াম বেলুন আর নানান রকম চমকে দেয়া উপহারের পসরা!
এমন কাজকারবার দেখে যে কারোই আনন্দে আত্মহারা হয়ে যাবার কথা। মুসোর ক্ষেত্রেও তাই হলো। সারা রুমের ছবি তুলে ভক্তদের সাথে আনন্দ ভাগাভাগি করতে চাইলেন আর্জেন্তাইন গোলরক্ষক। অথচ খেয়ালই করলেন না যে তিনি নগ্ন!
ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ইনস্ট্রাগ্রাম’-এ ছাড়তেই তার হুশ ফিরে আসে। ততক্ষণে আর অবশ্য আর কিছুই করার ছিল না। মুসোর নগ্নরূপ দেখে ফেলেছে তার তিন লাখ অনুসারী!
হুশ ফেরার পর আগের ছবিটা মুছে দিয়ে নতুন আরেকটি ছবি সংযুক্ত করেন আটলান্টায় খেলা এই তারকা খেলোয়াড়। সামাজিক যোগাযোগমাধ্যমে মুসোর এই বোকামি নিয়ে শুরু হয়েছিল তুমুল হাস্যরস!
২০১৯ সালে মরক্কোর বিপক্ষে এক প্রীতি ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে অভিষেক হয় মুসোর। ক্লাবের হয়ে প্রথমে খেলতেন ইতালির ক্লাব উদিনেসে। পরে সেখান থেকে ২০২০ সালে পাড়ি জমান আটলান্টায়।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]