শীতকালীন ট্রান্সফারের শেষদিনে চারজন হাইপ্রোফাইল খেলোয়াড়কে হারিয়েছে টটেনহ্যাম। আর এর মূল্য দলকে দিতে হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন কোচ এন্টোনিও কন্তে। নতুন বছরের জানুয়ারি ট্রান্সফার মার্কেটে টটেনহ্যাম যে ‘বড় ভুল’ করেছে তা থেকে ভবিষ্যতে অবশ্যই ক্লাবটির শিক্ষা নেওয়া উচিত বলেও মনে করছেন তিনি।
টানগাই এনডোম্বেলেকে ২০১৯ সালে ৫৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দলে ভিড়িয়ে ক্লাবের ইতিহাসে রেকর্ড গড়েছিল লন্ডনের ক্লাবটি। অথচ এবার তাকে আবারও ধারে লিঁওতে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। মৌসুমের শেষ পর্যন্ত মিডফিল্ডার গিওবানি লে সেলসো ভিয়ারিয়ালে পাড়ি জমিয়েছেন। জুলাইতে চুক্তি হওয়া একমাত্র খেলোয়াড় স্প্যানিশ উইঙ্গার ব্রায়ান গিল ধারে ভ্যালেন্সিয়া চলে গেছেন। আর তারকা স্ট্রাইকার ডেলে আলি ফ্রি ট্রান্সফার সুবিধায় এভারটনের নাম লিখিয়েছেন।
গত বছরের নভেম্বরে কোচ হিসেবে নিয়োগ পাওয়া কন্টে বলেছেন, খেলোয়াড়দের চলে যাওয়ার অর্থ হচ্ছে স্পার্স আগে থেকেই ট্রান্সফার মার্কেটে ভুল করে বসেছে।
তিনি বলেন, ‘বিষয়টা বিস্ময়কর। কারণ অতীতে কিছু একটা ভুল হয়েছে। যার খেসারত এবার দিতে হলো। জানুয়ারিতে আমি কেন চারজনকে ধারে অন্যত্র পাঠিয়ে দিব। এর অর্থ হচ্ছে অতীতেও এ ভুলগুলো হয়ে আসছিল।’
বিষয়গুলোতে ভবিষ্যতে টটেনহ্যামকে আরও বেশি মনোযোগী হতে হবে বলে জানিয়েছেন ইতালিয়ান এ কোচ। তিনি বলেন, ‘বিশেষ করে প্রিমিয়ার লিগের প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোর সাথে ব্যবধান কমাতে হলে নতুন চুক্তির প্রতি নজড় দিতেই হবে, এর বিকল্প নেই। এটা ক্লাবের মূল কাজগুলোর একটি। না হলে দলের শক্তি বা মান কোনটাই বৃদ্ধি পাবে না।’
তিনি আরও বলেন, ‘ধীরে ধীরে ক্লাবের অবনমন হতে বাধ্য। আমরা খুব ভালোভাবেই জানি অনেক দলই আমাদের থেকে এগিয়ে আছে। তাদেরকে ধরতে হলে সময় ও ধৈর্য্য নিয়ে কঠোর পরিশ্রম করে যেতে হবে। বিশেষ করে ট্রান্সফার মার্কেটে কোন ধরনের ভুল করলে চলবে না।’
২০ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার ব্রায়ান গিলকে দলে নেওয়াটা ভুল ছিল বলে দাবি করেছেন কন্টে । তার মতে গিলের প্রতিভা থাকলেও প্রিমিয়ার লিগে খেলার মতো এখনও ফিট নন গিল।
কন্তে বলেন, ‘এ মুহূর্তে লিগ অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। লিগের আবহ সম্পূর্ণ পাল্টে গেছে। অন্য লিগগুলোর সাথে তুলনা করলে দেখা যাবে এখানে সবকিছুই ভিন্ন। এ কারনেই নতুন খেলোয়াড় চুক্তিভূক্ত করতে গেলে অনেক কিছুই এখানে বিবেচনা করতে হবে। সে গোল করতে পারে বা এসিস্ট করতে পারে, এমন শুধুমাত্র একটি বিষয় নয়। তাকে নিয়ে অনেককিছুই চিন্তা করতে হবে।’
ট্রান্সফার উইন্ডোর একেবারে শেষ দিনে জুভেন্টাসের জুটি ডেয়ান কুলুসেভিস্কি ও রডরিগো বেনটানকারকে দলে ভেড়াতে সক্ষম হয়েছে টটেনহ্যাম। কন্টে জানিয়েছেন, তাদের পেয়ে দলের শক্তি নিঃসন্দেহে বৃদ্ধি পাবে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]