মুক্তিযোদ্ধার বিপক্ষে ঢাকা আবাহনীর কষ্টার্জিত জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২০ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২২
মুক্তিযোদ্ধার বিপক্ষে ঢাকা আবাহনীর কষ্টার্জিত জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের উদ্বোধনী দিনে নবাগত স্বাধীনতার সংঘের বিপক্ষে হেরে পয়েন্ট হারিয়েছিল বসুন্ধরা কিংস। দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে বসুন্ধরার মতো ভুল করেনি ঢাকা আবাহনী। মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে ১-০ গোলে জয় তুলে নিয়েছে আবাহনী।

শুক্রবার (৪ জানুয়ারি) টঙ্গীর আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামের কর্দমাক্ত মাঠে মুখোমুখি হয় ঢাকা আবাহনী এবং মুক্তিযোদ্ধা সংসদ। মাঠে দৃষ্টিনন্দন ফুটবল নয়, বরং কোনো মতে গোল করে জয় পাওয়ার দিকেই লক্ষ্য রেখেছিল দুই দল।

চোটের কারণে ফেডারেশনের কাপের ফাইনালে খেলতে পারেননি আবাহনীর ব্রাজিলিয়ান রিক্রুট দোরিয়েন্তিন গোমেজ। প্রিমিয়ার লিগে চোট থেকে ফিরেই নিজের জাত চিনিয়েছেন ৩১ বছর বয়সী এ ফুটবলার। তার একমাত্র গোলেই জয় পেয়েছে ঢাকা আবাহনী।

ম্যাচে একের পর এক গোলের সুযোগ পেলেও মাত্র একবার জালে বল জড়াতে পেরেছিল আবাহনী। অপরদিকে মুক্তিযোদ্ধা সংসদও গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি।

চোটের কারণে এদিন আবাহনীর হয়ে মাঠে নামতে পারেননি ইমন মাহমুদ, মোহাম্মদ হৃদয় এবং রাফায়েল অগাস্তো চোটের কারণে ছিলেন না। মাঝমাঠের দায়িত্ব সামলেছেন অধিনায়ক নাবীব নেওয়াজ জীবন।

আক্রমণে কলিনদ্রেস-রাকিব-দোরিয়েন্তনরা মিলে মুক্তিযোদ্ধার রক্ষণে বারবার ত্রাস ছড়িয়েছিলেন। তবে শেষ পর্যন্ত একবারের বেশি বল জালে জড়াতে পারেনি।

শেষ পর্যন্ত লিগের প্রথম ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়ে ঢাকা আবাহনী। চলতি ২০২১-২২ মৌসুমে ইতিমধ্যেই স্বাধীনতা কাপ এবং ফেডারেশন কাপ ঘরে তুলেছে আবাহনী। তাদের সামনে এবার লক্ষ্য প্রিমিয়ার লিগের শিরোপা নিজেদের করে নেওয়া।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মৌসুমের প্রথম ম্যাচেই অঘটনের শিকার বসুন্ধরা কিংস

মৌসুমের প্রথম ম্যাচেই অঘটনের শিকার বসুন্ধরা কিংস

দ্বিমুকুট জয়ে আকাশী-নীল শিবিরে ৭৫ লাখ টাকার বোনাস

দ্বিমুকুট জয়ে আকাশী-নীল শিবিরে ৭৫ লাখ টাকার বোনাস

দুই আসর পর ঢাকা আবাহনীর ঘরে ফেডারেশন কাপের শিরোপা

দুই আসর পর ঢাকা আবাহনীর ঘরে ফেডারেশন কাপের শিরোপা

এএফসি কাপে বাংলাদেশের দুই প্রতিনিধি বসুন্ধরা কিংস-আবাহনী

এএফসি কাপে বাংলাদেশের দুই প্রতিনিধি বসুন্ধরা কিংস-আবাহনী