দীর্ঘদিন ধরেই পায়ের মাংসপেশির চোটে ভুগছেন স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। সর্বশেষ দুই মৌসুমের বেশিরভাগ সময় পায়ের এই চোটের কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। রিয়াল মাদ্রিদ থেকে প্যারিস সেন্ট জার্মেইনে পাড়ি জমালেও ইনজুরি রামোসের পিছু ছাড়েনি। এ কারণেই নিজের ক্যারিয়ারের ইতি টানার বিষয়ে চিন্তা ভাবনা করছেন বলে জানিয়েছে বিভিন্ন ফরাসি গণমাধ্যম।
বেশ আগে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো জানিয়েছে, পায়ের মাংসপেশির চোট কাটিয়ে রামোসের ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছিল। সাথে যুক্ত হয়েছে ডান পায়ের মাংসপেশির চোট।
রিয়াল ছেড়ে পিএসজিতে যোগ দিয়ে এখন পর্যন্ত মাত্র পাঁচ ম্যাচ খেলেছেন রামোস। যার মধ্যে মাত্র দুই ম্যাচে পুরো সময় মাঠে ছিলেন। এতেই বোঝা যাচ্ছে ইনজুরি নিয়ে বেশ অস্বস্তিতে আছে পিএসজির এই তারকা ডিফেন্ডার।
ফ্রান্স জাতীয় দলের সাবেক চিকিৎসক জ্যাঁ–মার্সেল ফেরেত ইউরোপিয়ান গণমাধ্যমকে জানিয়েছেন, রামোসের মাংস পেশির তন্তু সংকোচন-প্রসারণ কার্যক্ষমতা হারিয়ে ফেলছে। এতেই বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন তিনি। বাম পায়ের পেশির যত্ন নিতে গিয়ে ডান পায়ের পেশির ক্ষতি করে ফেলেছেন বলে জানান তিনি।
এই চোটের কারণে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচেও রামোসকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ইউরোপিয়ান গণমাধ্যমগুলো জানাচ্ছে, সাম্প্রতিক সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠতে না পারলে নিজের অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিবেন রামোস।
চোট নিয়েই বারবার প্যারিস থেকে মাদ্রিদে যাতায়াত করছেন স্প্যানিশ ডিফেন্ডার। এটাও হয়তো তার অবসরের চূড়ান্ত প্রক্রিয়া হিসেবেই বিবেচনা করছে গণমাধ্যমগুলো।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]