আবারও মাঠে মৃত্যু দেখলো ফুটবল বিশ্ব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৬ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২২
আবারও মাঠে মৃত্যু দেখলো ফুটবল বিশ্ব

মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে কাটিয়েছিলেন ডেনমার্কের ক্রিস্টিয়ান এরিকসেন। একই কারণে ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবলার সার্জিও আগুয়েরো। এর রেশ কাটতে না কাটতে দুবাইয়ে ফুটবল মাঠে মারা যান এক ফুটবলার। এবার সে তালিকায় যুক্ত হলো গ্রীসের নাম।

গ্রীসের তৃতীয় বিভাগের দল লিউপুলির হয়ে মাঠে নেমেছিলেন ২১ বছরের তরুণ আলেক্সান্দ্রোস লাম্পিস। এরমিওনিদার বিপক্ষে ম্যাচের পাঁচ মিনিটের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠে পড়ে যান লাম্পিস।

মাঠে জ্ঞান হারালেও সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। এমনকি ২০ মিনিটের মধ্যে মাঠে অ্যাম্বুলেন্স এনে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। যতক্ষণে লাম্পিসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ততক্ষণে ওপারে পাড়ি জমান এ ফুটবলার।

লিউপুলি নিজেদের ফেসবুকে লাম্পিসের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তারা লিখেছে, ‘আমাদের আলেকো, আমাদের বন্ধু, আমাদের ভাই, তুমি বড় অসময়ে চলে গেলে। পুরো দল, পুরো শহর শোকগ্রস্ত, যা ভাষায় প্রকাশ করার মতো না। যাত্রা শুভ হোক আলেকোরা।’

ফুটবল মাঠে হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়টি নতুন নয়। তবে বেশি আলোচনা তৈরি করেছিল ক্রিস্টিয়ান এরিকসেনের হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়টি। হৃদযন্ত্রে পেসমেকার বসিয়ে ইংলিশ ক্লাব ব্রেন্টফোর্ডের হয়ে খেলতে নামবেন এরিকসেন। এই ডেনিশ তারকা মাঠে ফিরলেও হৃদরোগে আক্রান্ত হয়ে ফুটবলকেই বিদায় জানিয়েছেন সার্জিও আগুয়েরো।

এ দুই ফুটবলার ছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার ভিক্টর লিন্ডেলফ এবং বার্সা ফরোয়ার্ড পিয়েরে এমেরিক অবামেয়াংকে নিয়েও একই ধরনের দুশ্চিন্তা আছে। কারণ তাদের মাঠে বুকের ব্যাথায় আক্রান্ত হওয়ার নজির আছে।

এদিকে চলতি ২০২১-২২ মৌসুমে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠ ছেড়েছিলেন আরও অনেক ফুটবলার। এর মধ্যে আছেন ইংলিশ ক্লাব উইগান অ্যাথলেটিকের চার্লি উইক। এছাড়াও রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে হৃদরোগে আক্রান্ত হন শেরিফ তিরাসপোলের আদামা ত্রায়োরে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ফুটবল ম্যাচে ঝগড়া : মিশর ও মরক্কোর বিরুদ্ধে সিএএফের নিষেধাজ্ঞা

ফুটবল ম্যাচে ঝগড়া : মিশর ও মরক্কোর বিরুদ্ধে সিএএফের নিষেধাজ্ঞা

‘ধর্ষক’-কে দলে নিয়ে তোপের মুখে স্কটিশ ক্লাব

‘ধর্ষক’-কে দলে নিয়ে তোপের মুখে স্কটিশ ক্লাব

এভারটনের নতুন কোচের দায়িত্বে ফ্রাঙ্ক লাম্পার্ড

এভারটনের নতুন কোচের দায়িত্বে ফ্রাঙ্ক লাম্পার্ড

কুসংস্কার ও পিতৃতন্ত্রের বিরুদ্ধে লড়াই করা প্রথম নারী রেফারির গল্প

কুসংস্কার ও পিতৃতন্ত্রের বিরুদ্ধে লড়াই করা প্রথম নারী রেফারির গল্প