শেষ মুহূর্তের গোলে রিয়ালকে বিদায় করে সেমি-ফাইনালে বিলবাও

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১২ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০২২
শেষ মুহূর্তের গোলে রিয়ালকে বিদায় করে সেমি-ফাইনালে বিলবাও

পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। আক্রমণে এগিয়ে থেকেও গোল আদায় করতে ব্যর্থ হয়েছে তারা। বিপরীতে পিছিয়ে থাকলেও শেষ মুহূর্তে গোল পেয়ে যায় অ্যাথলেটিক বিলবাও। এ জয়ে কোপা দেল রে থেকে রিয়ালকে বিদায় দিয়ে সেমি-ফাইনালে পা রাখলো বিলবাও।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাতে শেষ আটের ম্যাচটিতে ১-০ গোলে জয় পেয়েছে স্বাগতিকরা।

নিজেদের মাঠে ম্যাচের প্রথমার্ধের বেশিরভাগ সময় সময় চাপ ধরে রেখে খেলে বিলবাও। এ সময়ে গোলের উদ্দেশে ১০বার শট নিয়েছিল তারা। তবে টার্গেট শট ছিল মাত্র একটি। একই সময়ে রিয়ালের নেওয়া তিনটি শটের মধ্যে কোন টার্গেট শট ছিল না।

বল দখলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধেও আক্রমণ ধরে রেখেছিল বিলবাও। প্রতিপক্ষের একের পর এক আক্রমণ সামলে নিজেরা আক্রমণে যেতে পারছিল না রিয়াল। তবে বিলবাও আক্রমণে এগিয়ে থাকলেও গোল আদায় করতে পারছিল না। প্রতিপক্ষে ডি-বক্সের কাছে গিয়ে বার বার খেই হারাচ্ছিল বিলবাও।

আক্রমণ-পাল্টা আক্রমণে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রর দিকেই এগিয়ে যাচ্ছিল ম্যাচটি। রেফারিও হয়তো ভাবছিলেন অতিরিক্ত সময়ের কথা। তবে ম্যাচের ৮৯তম মিনিটে উল্লাসে মেতে উঠে স্বাগতিক বিলবাও।

মিকেল ভেসগার পাস ধরে ডি-বক্সে ঢুকে ডিফেন্ডার নাচো ফের্নান্দেসকে কাটিয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন বদলি নামা স্প্যানিশ ফরোয়ার্ড। রিয়ালের গোলরক্ষক কোর্তোয়া ঝাঁপিয়ে পড়েও বলের স্পর্শ পাননি। ফলে শেষ মুহূর্তে গোল হজম করে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় রিয়াল মাদ্রিদকে।

রিয়াল ম্যাচের ৫৮ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেছিল। এর মধ্যে ৭টি শট নিয়েছিল, যেখানে টার্গেট শট ছিল মাত্র ২টি। বিপরীদে ৪২ শতাংশ সময় বল পাওয়া বিলবাও ১৫টি শট নিয়েছিল, যেখানে ৩টি টার্গেট শটে একটিতে সাফল্য পায় তারা।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

তিন ম্যাচের জন্য নিষিদ্ধ মার্সেলো

তিন ম্যাচের জন্য নিষিদ্ধ মার্সেলো

বিলবাওকে বিধ্বস্ত করে বার্সেলোনার শিরোপা জয়

বিলবাওকে বিধ্বস্ত করে বার্সেলোনার শিরোপা জয়

রি-ক্রিয়েটিভো : স্প্যানিশ ফুটবলের পতাকাবাহক

রি-ক্রিয়েটিভো : স্প্যানিশ ফুটবলের পতাকাবাহক

২০২১ রিয়াল মাদ্রিদে আমার সেরা বছর ছিল : বেনজেমা

২০২১ রিয়াল মাদ্রিদে আমার সেরা বছর ছিল : বেনজেমা