বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে চলতি আসরে শিরোপার অন্যতম দাবিদার বসুন্ধরা কিংস। এবার হ্যাট্ট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ ফুটবলে উদীয়মান পরাশক্তিরা। তবে প্রথম ম্যাচেই দেখতে হলো অঘটন। ২-১ গোলের ব্যবধানে তারা হেরেছে নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে!
টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বসুন্ধরাই। তাদের অধিপত্যের ফাঁকে ফাঁকে নিজেদের ভালোভাবেই জানান দিচ্ছিলো নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘ। তবে গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই।
ম্যাচের প্রথম গোল আসে পেনাল্টিতে। যদিও পেনাল্টিতে লেগে আছে বিতর্কের কালিমা। দলীয় নৈপূণ্যে বল নিয়ে কিংসদের ডি-বক্সে ঢুকে পড়েন স্বাধীনতার খেলোয়াড়রা। তাদের আক্রমণের সময় বল লেগে যায় কিংসের এক ডিফেন্ডারের হাতে।
দেরী না করে পেনাল্টির বাঁশি বাজিয়ে দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করে স্বাধীনতাকে এগিয়ে নেন দলের বসনিয়ান খেলোয়াড় নেদো তুর্কোভিচ। যদিও এই গোল নিয়ে খেলার শেষেও ক্ষোভ প্রকাশ করেছে কিংসের ফুটবলাররা।
গোল পেয়ে দ্বিগুন উৎসাহে খেলতে থাকে স্বাধীনতার ফুটবলাররা। উজ্জীবিত ফুটবল যাকে বলে। এরই জের ধরে দ্বিতীয় গোলের দেখা পায় তারা। তরুণ রাসেল আহমেদের গোলে ব্যবধান দাঁড়ায় ২-০!
এরপর বসুন্ধরার হয়ে বদলি খেলোয়াড় তৌহিদুল আলম সবুজ এক গোল শোধ করলেও আর ঘুরে দাঁড়াতে পারেনি কিংসরা। টানা ছয় ম্যাচ পর হারের স্বাদ পেলো বসুন্ধরা। প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে আবাহনীর কাছে হেরেছিল অস্কার ব্রুজেনের দল।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]