স্কটল্যান্ড জাতীয় দলের স্ট্রাইকার ডেভিড গুডউইলিকে দলে নিয়েছে স্কটিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব রাইথ রোভার্স। এরপর থেকেই রোভার্সের সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একজন ফুটবলার ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন এতে সমর্থকদের আনন্দ হবার কথা। তারা উল্টো ক্ষোভ দেখাবেন কেন?
জানা গেছে, সমর্থকদের এই ক্ষোভের কারণ চুক্তিবদ্ধ ফুটবলার গুডউইলি একজন ‘ধর্ষক’। ২০১১ সালে একটি ধর্ষণের মামলায় আদালতে তাকে ‘ধর্ষক’ বলে রায় দেওয়া হয়েছিল। গুডউইলির রোভার্সে যোগ দেয়া নিয়ে রোভার্স সমর্থক মহলে চলছে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া। গুডউই্লিকে চুক্তিবদ্ধ করার খবরে ক্লাব থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অনেক সমর্থক, স্পন্সর, পরিচালক এবং খেলোয়াড়রাও।
স্কটিশ প্রকাশক ভ্যাল ম্যাকডার্মিড, যিনি শুরু থেকেই রাইথ রোভার্স ফ্যান। ক্লাবের শুরু থেকেই তিনি জার্সি দিয়ে সহায়তা করে আসছিলেন। গুডউইলের চুক্তির খবরে তিনি আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছেন।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে ম্যাকডার্মিড বলেন, ‘ধর্ষক ডেভিড গুডউইলিকে স্বাক্ষর করানোর জন্য আমি আজ সকাল থেকে আজীবনের জন্য রাইথ রোভার্সের সঙ্গে সকল ধরণের সম্পর্ক শেষ করলাম। এই ঘৃণ্য পদক্ষেপের জন্য পরের মৌসুমের জার্সি সহায়তাও বাতিল করেছি।’
ম্যাকডার্মিড ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গুডউইলি তার করা ধর্ষণের জন্য কখনও অনুশোচনা প্রকাশ করেনি। স্টার্কস পার্কে তার উপস্থিতি ক্লাবের জন্য একটি কলঙ্ক। আমি আমার এই মৌসুমের টিকিটও ছিঁড়ে ফেলবো। আমি জানি, এটি আমার এবং অন্যান্য অনেক ভক্তদের জন্য একটি হৃদয়বিদারক ব্যাপার।’
এই ঘটনার পর ক্লাবের নারী ফুটবলারদের নিরাপত্তার কথা চিন্তা করে তাদেরকে ক্লাবের সাথে সম্পর্ক ছিন্ন করতে সহায়তা করছেন এই স্কটিশ প্রকাশক। বিবিসি রেডিও ফোর-এ ম্যাকডার্মিড বলেন, ‘গত রাতে তাদের (নারী ফুটবলারদের) একটি মিটিং হয়েছিল। সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে, তারা রাইথ রোভারস ফুটবল ক্লাব থেকে নিজেদেরকে সম্পূর্ণভাবে দূরে রাখতে চায়। এজন্য আমি সহায়তা করেছি।’
প্রতিবাদের অংশ হিসাবে নারী ফুটবলাররা এখন থেকে ক্লাবের লোগো সম্বলিত জার্সি পড়ে খেলবেন না। ভেন্যু হিসাবে তারা ব্যবহার করবেন অন্য মাঠ। এ নিয়ে ম্যাকডার্মিড বলেন, ‘বর্তমানে যে নতুন শার্ট মুদ্রিত হয়েছে, যেগুলিতে রাইথ রোভার্সের প্রতীক নেই৷ তারা রবিবার রাইথ রোভার্সের মাঠে নয়, শহরের অন্য একটি মাঠে খেলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
রোভার্সের এমন সিদ্ধান্তে শুধু তাদের সমর্থকরা নয়, ফুটবল বিশ্ব থেকে শুরু করে রাজনীতিবিদরাও কঠোর সমালোচনা করেছেন। এই তালিকায় আছেন স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী নিকোলা স্টার্জন এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন।
অন্যদিকে রোভার্স ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, কেবল মাত্র গুডউইলির ফুটবল দক্ষতার দিকটা বিবেচনায় তার সাথে চুক্তি করেছে ক্লাব। এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে বলা হয়, ‘দশ বছর আগে যা ঘটেছিল তা আসলেই অপরাধ। কিন্তু একটি ক্লাব হিসাবে আমরা পুনর্বাসনকে পুরোপুরি সমর্থন করি। সে হয়তো সুযোগ পেয়ে নিজেকে শুধরে নিবে। সর্বোপরি, এটা একটি ফুটবল সম্পর্কিত সিদ্ধান্ত ছিল।’
গুডউইলি আদালতের রায়ে ধর্ষণ ছাড়াও হামলার জন্য তিনটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন। তিনি স্কটিশ জাতীয় দলে ফুটবলার। ডান্ডি ইউনাইটেড থেকে তার ফুটবল ক্যারিয়ারের শুরু। এরপর একে একে ব্ল্যাকবার্ন রোভারস, ক্রিস্টাল প্যালেস, ব্ল্যাকপুল, অ্যাবারডিন ও প্লাইমাউথের হয়ে খেলেছেন।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]