ব্রাজিলিয়ান রাইট ব্যাক দানি আলভেস জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়। কাতালানদের অনেক শিরোপাতেই এই ডিফেন্ডারের অবদান রয়েছে। ২০১৬ সালে বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর তার অভাব আর পূরণ করতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা।
শেষমেষ চলতি বছরের শুরুতে আবারও পুরনো ঠিকানায় ফিরে আসেন আলভেস। এরপর বার্সার নিয়মিত দল থাকলেও এবার বয়সের কারণেই কি-না বার্সেলোনার ইউরোপা লিগের দলে জায়াগা হয়নি তার।
জানুয়ারির শীতকালীন দলবদলে এবার বেশ ব্যস্ত সময়ই কেটেছে বার্সার। বেশ কয়েকজন খেলোয়াড় দরকার ছিল কাতালান ক্লাবটির। তার জের ধরে দানি আলভেসের পাশাপাশি ফেরান তোরেস, আদামা ট্রোরে এবং আর্সেনাল থেকে পিয়ের-এমেরিক অবামেয়াংকে দলে টেনেছে তারা।
বার্সেলোনার উদ্দেশ ছিল শক্তিশালী একটা দল নিয়ে ইউরোপা লিগে লড়াইয়ে নামা। দানি আলভেসের দূর্ভাগ্য, ইউরোপা লিগের দলে তাকে রাখতে পারেনি বার্সা।
ইউরোপা লিগের নিয়ম অনুযায়ী, জানুয়ারিতে যতজন খেলোয়াড়ই দলে টানুক একটা ক্লাব নতুন করে তিনজনের বেশি খেলোয়াড়কে নিবন্ধন করাতে পারবে না।
তিনজনের জায়গা বার্সা পূরণ করেছে ফেরান তোরেস, আদামা ট্রোরে ও পিয়ের-এমেরিক অবামেয়াংয়েকে দিয়ে। এই তিনজনের জন্য সুযোগ পাননি ফেরান জুগলা ও আবদে এজ্জালজুলির মতো ‘লা মাসিয়া’ থেকে উঠে আসা তরুণরাও।
অবশ্য আলভেসকে বাদ দেয়ার কারণও আছে। তিনি বার্সার হয়ে লিগ খেলছেন নিয়মিত। যে কারণে একটানা ইউরোপা লিগ ও লা লিগার ম্যাচ খেলাটা বেশ কষ্টসাধ্যই হয়ে যাবে এই ব্রাজিলিয়ানের জন্য। আলভেসের অনুস্পস্থিতিতে ইউরোপা লিগে রাইটব্যাক হিসেবে বার্সা খেলাতে পারে সের্হিনিও দেস্তকে।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]