২০২১ রিয়াল মাদ্রিদে আমার সেরা বছর ছিল : বেনজেমা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫০ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২২
২০২১ রিয়াল মাদ্রিদে আমার সেরা বছর ছিল : বেনজেমা

২০২১ রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে সবটা আলো নিজের দিকে কেড়ে নিয়েছিলেন ফরাসি তারকা করিম বেনজেমা। গোল করা এবং করানো – দু’দিকেই সমানভাবে পারদর্শিতা দেখিয়েছেন ফরাসি স্ট্রাইকার। বেনজেমা নিজেও তার রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারে ২০২১ সালকেই এগিয়ে রাখছেন।

২০২১ সালে বছরজুড়ে দারুন পারফর্ম্যান্স করার সুবাদে মাদ্রিদ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ‘এপিডিএম অ্যাওয়ার্ড’ এর জন্য মনোনীত করা হয় তাকে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বেনজেমার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন রিয়াল মাদিদ্রের কিংবদন্তি খেলোয়াড় এমিলিও বুট্রাগুয়েনো।

এই পুরস্কার পাওয়ার পর আনন্দিত উচ্ছ্বাসিত বেনজেমা বলেন, ‘এই পুরস্কার পেয়ে অনেক আনন্দ হচ্ছে। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। বছরটা (২০২১) আমার সেরা একটা বছর ছিল। এই সময়ে আমি অনেক গোল করেছি, গোলে সাহায্য করেছি এবং আমার দলকে জিততে সাহায্য করেছি।’

সামনে আরো শিরোপা জিততে চান জানিয়ে এই তারকা বলেন, ‘রিয়াল মাদ্রিদে আমার লক্ষ্য সবসময় ট্রফি জেতা এবং প্রতিটি প্রতিযোগিতায় জয়লাভ করা। আমরা এখন ভালো করছি। আরো ভালো করার জন্য কাজ করে যাচ্ছি। এই মৌসুমে শিরোপার জন্য লড়াই করে যাচ্ছি।’

২০২১ সালের রিয়াল মাদ্রিদের হয়ে মোট ২৮টি ম্যাচে মাঠে নেমেছিলেন বেনজেমা। তাতে গোল করেছেন ২৪টি। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ৯টি। ২৮ গোলের মধ্যে ১৭টি করেছেন লা লীগায়। বেনজেমার দারুণ পারফর্ম্যান্সের সুবাদে এখন পর্যন্ত লা লীগার শীর্ষস্থান ধরে রেখেছে লস ব্লাঙ্কোসরা।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রিয়ালে ফিরে গেলেন এডার মিলিতাও

রিয়ালে ফিরে গেলেন এডার মিলিতাও

রিয়ালেই ক্যারিয়ার শেষ করতে চান ক্রুস

রিয়ালেই ক্যারিয়ার শেষ করতে চান ক্রুস

ম্যাচ চলাকালীন বেনজেমার বাড়িতে ডাকাতি

ম্যাচ চলাকালীন বেনজেমার বাড়িতে ডাকাতি

এমবাপেকে রিয়ালে যেতে বললেন ইব্রাহিমোভিচ

এমবাপেকে রিয়ালে যেতে বললেন ইব্রাহিমোভিচ