অধিনায়ক লিওনেল মেসি নেই। নিষেধাজ্ঞার কারণে ছিলেন না নিয়মিত দলের চারজন গুরুত্বপূর্ণ সদস্যও। তারপরও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বে ১-০ গোলের জয় তুলে নিয়েছে লাতিন পরাশক্তি আর্জেন্টিনা। এই জয়ে টানা ২৯ ম্যাচ অপরাজিত রইলো লিওনেল স্ক্যালোনির দল।
এই ম্যাচে আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় পাওয়া ছিল কোচ স্ক্যালোনির দলে ফেরা। করোনার কারণে আগের ম্যাচে আলবিসেলেন্তদের ডাগআউটে ছিলেন না স্ক্যালোনি। গুরুর ফেরার ম্যাচে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে ডি মারিয়া-লাওতারো মার্টিনেজরা। আক্রমণাত্মক কৌশলে কাঁপিয়ে দিয়েছে প্রতিপক্ষকে।
বুধবার (২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই দলকে আক্রমনাত্মক কৌশলে খেলার টোটকা বাতলে দেন স্ক্যালোনি। কড়ায় গন্ডায় সেটা মাঠে ফলিয়েছেন মার্টিনেজরা। ম্যাচের দুই মিনিটের মাথায় ডি-বক্সের বাইরে থেকে জোরালো শট নিয়েছিলেন লুকাস ও’ক্যাম্পোস। সেই শট বেরিয়ে গেছে পোস্টের অনেক বাইরে দিয়ে।
সুযোগ পেয়ে ছাড় দিতে রাজি ছিলো না কলম্বিয়ানরাও। ম্যাচের ১৪ মিনিটের মাথায় আর্জেন্টিনার গোলপোস্ট লক্ষ্য করে শট নিয়েছিলেন লুইজ দিয়াজ। কিন্তু বাঁধা হয়ে দাঁড়ালো আর্জেন্টিনার রক্ষণভাগ!
ম্যাচের প্রথম গোলের দেখা পেতে দর্শকদের অপেক্ষা করতে হয়েছে ২৯ মিনিট পর্যন্ত। মাঠের বাঁ প্রান্ত ধরে মার্কোস আকুনইয়া ক্রস ফেলেছিলেন কলম্বিয়ার ডি-বক্সে। তবে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন লুকাস ও’ক্যাম্পোস।
এই সুযোগে বল পেয়ে যান ফাঁকায় দাঁড়ানো মার্টিনেজ। বাম পায়ের বাঁকানো শটে দলকে এগিয়ে নিতে ভুল করেননি তিনি। আর্জেন্টিনার জার্সিতে এটা মার্টিনেজের ১৯ নাম্বার গোল।।
১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতির পরেও আধিপত্য ধরে রেখেছিল স্ক্যালোনির দল। পিছিয়ে ছিলো না কলম্বিয়াও। তবে আক্রমণ পাল্টা আক্রমণ করে গেলেও গোলের দেখা পায় নি দু’দলের কেউই।
এই জয়ে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ১৫ ম্যাচ খেলে ১০ জয় ও ৫ ড্রতে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]