প্যারাগুয়ের জালে ব্রাজিলের ৪ গোল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৩ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২২
প্যারাগুয়ের জালে ব্রাজিলের ৪ গোল

ঘরের মাঠে প্যারাগুয়েকে পেয়ে দুর্দান্ত এক ফুটবল ম্যাচ উপহার দিলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়েকে ৪-০ গোলে হারিয়ে দিয়েছে নেইমার বিহীন ব্রাজিল। এ জয়ে টানা দুই ম্যাচ পর পূর্ণ পয়েন্ট অর্জন করলো টেবিলের শীর্ষে থাকা তিতের দল। অন্যদিকে, ব্রাজিলের কাছে এ হারে কাতার বিশ্বকাপের আশা শেষ হয়ে গেছে প্যারাগুয়ের।

বুধবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকালে অনুুষ্ঠিত ম্যাচটিতে ৭৭ শতাংশ সময় বল দখলে রেখেছিল ব্রাজিল। এই সময়ে প্যারাগুয়ের জালে ২২ বার শট করে ব্রাজিল। যেখানে ৮টি টার্গেট শটের মাঝে ৪টিতে সফলতা পায়।

বিরতির আগে এক গোলে এগিয়ে থাকা ব্রাজিলের বাকি তিনটি গোল আসে দ্বিতীয়ার্ধে। দলের হয়ে রাফিয়ান, ফিলিপে কৌতিনিয়ো, আন্তোনি এবং রদ্রিগোর একটি করে গোলে করেন।

ম্যাচের শুরু থেকে বল দখলে রেখে একচেটিয়া আধিপত্য করে খেলে ব্রাজিল। ম্যাচের ২৮তম মিনিটে রাফিয়ানের গোলে এগিয়ে যায় ব্রাজিল। মাঝমাঠ থেকে মার্কিনিয়োসের উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে ডিফেন্ডারের বাধা পেরিয়ে চমৎকার একটি গোল উপহার দেন তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। বিরতি থেকে দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কৌতিনিয়ো। এরপর ম্যাচের শেষদিকে ৮৬ থেকে ৮৮ আন্তোনি এবং রদ্রিগো একটি করে গোল করেন।

কাতার বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের খেলা ১৫ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। সমান সংখ্যক ম্যাচ খেলে ১০ ও ৫ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রিয়ালে ফিরে গেলেন এডার মিলিতাও

রিয়ালে ফিরে গেলেন এডার মিলিতাও

কুসংস্কার ও পিতৃতন্ত্রের বিরুদ্ধে লড়াই করা প্রথম নারী রেফারির গল্প

কুসংস্কার ও পিতৃতন্ত্রের বিরুদ্ধে লড়াই করা প্রথম নারী রেফারির গল্প

লাল কার্ড আর ফাউলে ভরপুর ম্যাচে ব্রাজিলকে রুখে দিল ইকুয়েডর

লাল কার্ড আর ফাউলে ভরপুর ম্যাচে ব্রাজিলকে রুখে দিল ইকুয়েডর

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল স্কোয়াডে নেই নেইমার, ফিরলেন আলভেস

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল স্কোয়াডে নেই নেইমার, ফিরলেন আলভেস