শীতকালীন দলবদলের শেষ সময়ে আর্সেনাল থেকে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দিয়েছেন গ্যাবনের স্ট্রাইকার পিয়েরি এমরিক আবেমেয়াং। কাতালান কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত না করলেও ইউরোপিয়ান গণমাধ্যম বিষয়টি নিশ্চিত বলেই জানিয়েছে। গানারদের ডেরা থেকে তাকে দলে নিতে বার্সেলোনাকে খরচ করতে হয়নি কোনো অর্থ।
চলতি ২০২১-২২ মৌসুমে নিয়ম ভাঙার অভিযোগ আর্সেনালের অধিনায়কত্ব হারিয়েছিলেন আবেমেয়াং। এরপর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল যেকোনো মুহূর্তে ইংলিশ ক্লাব থেকে বিদায় নিতে পারেন তিনি।
এছাড়াও শীতকালীন দল বদলের শেষ দিনে আবেমেয়াংয়ের সাথে চুক্তি বাতিল করে দিয়েছে গানাররা। এ কারণেই ফ্রি এজেন্ট হয়ে পড়েছিলেন এ গ্যাবনিজ স্ট্রাইকার। এ সুবিধাতেই তাকে দলে নিয়েছে বার্সেলোনা।
বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তে সোমবার (৩১ জানুয়ারি) জানিয়েছিলেন, আবেমেয়াংকে দলে ভিড়িয়ে ফেলতে পারবে বার্সা। তবে নিশ্চিত করে বলেননি তাকে দলে আনা হচ্ছে কিনা। এ ঘোষণার পর পরই জানা যায়, আবেমেয়াংকে দলে ভেড়ানোর বিষয়টি চূড়ান্ত। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার বাকি রয়েছে।
মূলত আর্সেনালের সাথে চুক্তি বাতিল হওয়ায় ফ্রি এজেন্ট হিসেবে আছেন আবেমেয়াং। তাই তাকে যেকোনো মুহূর্তে দলে ভেড়াতে পারবে বার্সেলোনা।
বার্সেলোনায় আসলেও আর্সেনালের মতো বড় অঙ্কের বেতন পাবেন না আবেমেয়াং। মূলত ফ্যাইনান্সিয়াল ফেয়ার প্লে নিয়মের কারণে তার কম বেতনে কাতালান ক্লাবটিতে খেলবেন তিনি। বার্সেলোনায় দেড় বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এ গ্যাবনিজ তারকা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]