আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেট থেকে তরুণ ফুটবলার হুলিয়ান আলভারেসকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ ক্লাবটির সাথে পাঁচ বছরের চুক্তি করেছেন তিনি।
সোমবার (৩১ জানুয়ারি) ২০২১-২২ মৌসুমের মধ্যবর্তী দলবদলের শেষ দিনে হুলিয়ান আলভারেসকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। তবে হুলিয়ান আলভারেসকে দলে ভেড়াতে ঠিক কি পরিমান অর্থ খরচ হয়েছে তা নিশ্চিত করেনি সিটিজেনরা।
বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, ১ কোটি ৭০ লাখ ইউরোর বিনিময়ে আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেট থেকে হুলিয়ান আলভারেসকে দলে ভিড়িয়েছেন পেপ গার্দিওয়ালা।
চুক্তি সম্পন্ন হলেও এখনই ইংলিশ ক্লাবটিতে যোগ দিচ্ছেন না হুলিয়ান আলভারেস। ২০২২-২৩ মৌসুমের শুরু থেকে ইংলিশ ক্লাবটিতে যোগ দিবেন তিনি।
আলভারেসকে এখনকার সময়ে ল্যাটিন আমেরিকার সবচেয়ে প্রতিভাবান ফুটবলার হিসেবে বিবেচনা করা হচ্ছে। রিভারপ্লেটের হয়ে এখন পর্যন্ত ৯৬ ম্যাচ খেলে করেছেন ৩৬ গোল। এছাড়াও জাতীয় দলের জার্সিতে ৬ ম্যাচ খেলেছেন তিনি।
২০২১ সালের আর্জেন্টিনার হয়ে প্রথমবারের মতো খেলতে নামেন আলভারেস। এছাড়াও আর্জেন্টিনার কোপা আমেরিকাজয়ী দলের সদস্যও ছিলেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]