রিয়ালে ফিরে গেলেন এডার মিলিতাও

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০১ পিএম, ২৯ জানুয়ারি ২০২২
রিয়ালে ফিরে গেলেন এডার মিলিতাও

আন্তর্জাতিক বিরতি শেষে আগেই ব্রাজিল দল থেকে রিয়াল মাদ্রিদে ফিরে যাচ্ছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাও। বিশ্বকাপ বাছাই পর্বে নিষিদ্ধ হওয়ায় তাকে রিয়াল মাদ্রিদে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছেন ব্রাজিল কোচ তিতে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ল্যাটিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে একুয়েডরের বিপক্ষে ম্যাচে ব্রাজিল একাদশে ছিলেন এডার মিলিতাও। সেখানেই কার্ড দেখে পরের ম্যাচের জন্য নিষেধাজ্ঞায় পড়েন তিনি।

চলতি বছরের ৩ ফেব্রুয়ারি কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। আন্তর্জাতিক বিরতির আগে স্প্যানিশ ক্লাবের সাথে যোগ দেওয়ায় বাড়তি প্রস্তুতির সুযোগ পাবেন মিলিতাও।

মিলিতাও ছাড়া ক্যাসিমিরো, রদ্রিগো এবং ভিনিয়াস জুনিয়র ব্রাজিল দলে আছেন। আন্তর্জাতিক বিরতির পর শেষ পর্যন্ত দলেই থাকবেন তারা।

বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত ১৪ ম্যাচে ১১ জয় এবং ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সেলেসাওরা। ইতিমধ্যেই বিশ্বকাপও নিশ্চিত করেছে তারা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :