রিয়ালেই ক্যারিয়ার শেষ করতে চান ক্রুস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২৮ জানুয়ারি ২০২২
রিয়ালেই ক্যারিয়ার শেষ করতে চান ক্রুস

২০১৪ ফিফা বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদে যোগ দেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। সময়রে সাথে সাথে নিজের জায়গা পাকা করে নেওয়ার পাশাপাশি ক্যারিয়ারের স্বর্ণালী সময় এখানেই কাটিয়েছেন তিনি। ক্যারিয়ারের বাকি সময়ও এখানেই থাকতে চান ক্রুস।

স্বদেশি মেসুত ওজিলের বিদায় নিলে সান্তিয়াগো ব্যার্নাব্যুতে আসেন এই জার্মান ফুটবলার। ওজিলের অভাব বেশ দ্রুতই পূরণ করে নিজের অবস্থান পাকা করেন টনি ক্রুস। এবার জানালেন, ক্যারিয়ারের বাকি সময়ও এখানেই কাটাতে চান তিনি।

লস ব্ল্যাঙ্কোসদের হয়ে এখন পর্যন্ত ৩৪৪ ম্যাচ খেলেছেন ক্রুস। রিয়ালের হয়ে ২৫ গোলের পাশাপাশি ৭৭ গোলে অবদান রেখেছেন তিনি। এছাড়াও মিডফিল্ডে দারুণ ফুটবল প্রতিভা দিয়ে বিপক্ষ দলকে অসংখ্যবার খাবি খাইয়েছেন এ তারকা।

এক সাক্ষাৎকারে ক্রুস জানান, এখানেই ক্যারিয়ারের ইতি টানতে চান। তিনি বলেন, ‘আমার ক্যারিয়ার এখানে (রিয়াল মাদ্রিদ) শেষ করতে চাই। আমি এবং আমার পরিবার মাদ্রিদে ভালো আছি। এখনও (চুক্তির) দেড় বছর বাকি আছে।’

চলতি ২০২১-২২ মৌসুমে লা লিগার শিরোপা দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার শিরোপা স্বপ্ন বেশ আগেই শেষ হয়েছে। তবুও এখনই শিরোপা উৎসব করতে নারাজ তারা।

বলেন, ‘লিগে আমাদের সব পয়েন্ট পেতে হবে, এখনও অনেক বাকি। এই মুহুর্তে প্রতিদ্বন্দ্বী সেভিয়া। আমাদের এটির (লিগ শিরোপা) জন্য শেষ পর্যন্ত লড়াই করতে হবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যাচ চলাকালীন বেনজেমার বাড়িতে ডাকাতি

ম্যাচ চলাকালীন বেনজেমার বাড়িতে ডাকাতি

এমবাপেকে রিয়ালে যেতে বললেন ইব্রাহিমোভিচ

এমবাপেকে রিয়ালে যেতে বললেন ইব্রাহিমোভিচ

রিয়াল ছাড়তে চান এডেন হ্যাজার্ড

রিয়াল ছাড়তে চান এডেন হ্যাজার্ড

মদ্রিচের সামনে আরেকবার ব্যালন ডি অর জেতার সুযোগ : পেরেজ

মদ্রিচের সামনে আরেকবার ব্যালন ডি অর জেতার সুযোগ : পেরেজ