নেইমারবিহীন পিএসজিও যেন অপ্রতিরোধ্য। একের পর এক শিরোপা জয়ের পথে এগুচ্ছে প্যারিসের ক্লাবটি।ইতোমধ্যেই জিতে নিয়েছে লিগ ওয়ানের শিরোপা। আর এবার ফরাসি কাপ জেতার পালা। কিলিয়ান এমবাপ্পোর জোড়া গোলে কঁকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে কাভানিরা।
বুধবার রাতে সেমি-ফাইনালে ৩-১ গোলে জিতেছে উনাই এমেরির শিষ্যরা। প্রতিপক্ষের মাঠে ম্যাচের ২৫তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। অ্যাঙ্গেল ডি মারিয়ার পাস ডি-বক্সে পেয়ে ঠিকমতো শট নিতে পারেননি এডিনসন কাভানি। বল গোলরক্ষককে ফাঁকি দিলেও চলে যাচ্ছিল বাইরে; ছুটে গিয়ে ফাঁকা জালে লক্ষ্যভেদ করেন এমবাপ্পো।
৪৩তম মিনিটে সৌভাগ্যপ্রসূত গোলে সমতায় ফেরে কঁকে। কোত দি ভোয়ার মিডফিল্ডার ইসমাইল দিওমদের শট ফরাসি মিডফিল্ডার আদ্রিওঁ রাবিও পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। জার্মান গোলরক্ষক কেভিন ট্রাপ ঝাঁপিয়ে বলে হাত ছোঁয়ালেও ঠেকাতে পারেননি।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে উরুগুয়ের স্ট্রাইকার কাভানি বল জালে পাঠান। কিন্তু ভিডিও রিপ্লে দেখে ডি মারিয়া অফসাইডে থাকায় গোলটি বাতিল করে দেন রেফারি।
৮১তম মিনিটে দারুণ এক আক্রমণে ফের এগিয়ে যায় পিএসজি। সতীর্থের দিকে না তাকিয়ে ডি মারিয়া ব্যাকহিলে বল বাড়ান কাভানিকে। তার পাস ছয় গজ বক্সের মুখে পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পো।
যোগ করা সময়ের প্রথম মিনিটে হাভিয়ের পাস্তোরেকে ফাউল করায় লাল কার্ড দেখেন দিওমদ। এর চার মিনিট পর দানি আলভেসের পাস পেয়ে বাঁকানো শটে জয় নিশ্চিত করেন আগের মিনিটেই বদলি নামা ফরাসি মিডফিল্ডার ক্রিস্তোফা এনকুঙ্কু।
আগামী ৮ মের ফাইনালে তৃতীয় সারির ক্লাব লেঁ হাঁভিয়ের মুখোমুখি হবে এই টুর্নামেন্টের টানা তৃতীয় ও রেকর্ড ১১ বারের চ্যাম্পিয়ন পিএসজি।