চলতি ২০২১-২২ মৌসুমের শুরুতেই ডেরভার ব্রেমেনের কোচের দায়িত্ব নিয়েছিলেন মার্কাস আনফাং। তবে নতুন ক্লাবের দায়িত্ব নিয়ে বলার মতো পারফর্ম করতে পারেননি তিনি। মৌসুমের মধ্য পথেই করেছিলেন পদত্যাগ। খারাপ পারফর্মেন্স নয়, ভুয়া টিকা সনদের কারণে পদ ছেড়েছিলেন তিনি।
কোচ ডেরভার ব্রেমেনের বিরুদ্ধে ভুয়া সনদ ব্যবহারের অভিযোগ উঠেছিল। শুরুতে এ অভিযোগ মিথ্যা বলে দাবি করে পদত্যাগ করেন তিনি। তবে তদন্তে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন তিনি।
তদন্তে নিজের অভিযোগ স্বীকার করে নেওয়ায় এক বছরের বেশি নিষেধাজ্ঞা পাননি আনফাং। শুধু আনফাং নন, তার সহকারী ফ্লোরিয়ান ইউঙ্গাকেও নিষেধাজ্ঞা দিয়েছে জার্মান ফুটবল ফেডারেশন।
নিষেধাজ্ঞার পাশাপাশি আর্থিক জরিমানার মুখোমুখি হয়েছেন এ দুই কোচ। মার্কাস আনফাংকে ২০ হাজার ইউরো এবং তার সহকারী ইউঙ্গাকে ৩ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।
প্রথম অভিযোগ অস্বীকার করলেও দুই কোচ পড়ে জানিয়েছনে, গ্রীষ্মে নিয়মিত করোনা পরীক্ষা করতেই এ পদ্ধতি অবলম্বন করেছেন তারা।
জার্মান ফুটবল ফেডারেশন তাদের বিবৃতিতে বলেছে, এ দুই কোচ চাইলে ২০২২-২৩ মৌসুমেই কাজে ফিরতে পারবেন। বাকি সময় স্থগিত নিষেধাজ্ঞা হিসেবে গণ্য হবে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]