কোচের পর পদ থেকে ক্লাদিও র্যানিয়েরিকে সরিয়েছে ওয়াটফোর্ড। এর এক দিন না পেরোতেই নতুন কোচের নাম ঘোষণা করেছে তারা। নতুন কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন ৭৪ বছর বয়সী রয় হজসন।
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের ১৯তম অবস্থানে আছে ওয়াটফোর্ড। দলের বাজে পারফর্মেন্সের কারণেই র্যানিয়েরিকে বরখাস্ত করেছে ওয়াটফোর্ড কর্তৃপক্ষ।
৪৬ বছরের কোচিং ক্যারিয়ারে ২৩তম দল হিসেবে ওয়াটফোর্ডকে সামলাবেন হজসন। এখানে তার মূল চ্যালেঞ্জ হবে ওয়াটফোর্ডকে প্রিমিয়ার লিগে টিকিয়ে রাখা।
২০২১ সালের মে মাসে ক্রিস্টাল প্যালেসের দায়িত্ব ছেড়ে দেন রয় হজসন। এরপর অনেকেই ভেবেছিলেন আর হয়তো ডাগ আউটে আসবেন না এই ৭৪ বছর বয়সী কোচ।
বড় বড় দলকে কোচিং করানোর অভিজ্ঞতায় সমৃদ্ধ রয় হজসনকে চলতি ২০২১-২২ মৌসুমের বাকিটা সময়ের জন্য দায়িত্ব দিয়েছে ওয়াটফোর্ড। তার অধীনে ওয়াটফোর্ড প্রিমিয়ার লিগের টিকে থাকতে পারে কিনা সেটাই দেখার বিষয়।
কোচিং ক্যারিয়ারে সুইজারল্যান্ড, ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং ফিনল্যান্ডকে কোচিং করিয়েছেন তিনি। এছাড়াও ইন্টার মিলান, লিভারপুল এবং ফুলহামের মতো দলগুলোর কোচ হিসেবেও ছিলেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]