বার্সেলোনায় লিওনেল মেসির এক সময়ের সতীর্থ জাভি হার্নান্দেজ এখন ক্লাবটির কোচ। মেসিও এখন আর বার্সেলোনায় নেই। তবে বন্ধুত্ব তো আর কমেনি। তাই তো বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজের আমন্ত্রণে আর না করা হয়নি মেসির। প্যারিস থেকে ছুটে গিয়েছিলেন স্পেনে। সেখানে সাবেক ক্লাব বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজসহ আরও কয়েকজন কাতালান সতীর্থের সঙ্গে মেসি মিলিত হয়েছিলেন ডিনারে।
চলতি গ্রীষ্মে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেওয়ার পর এটি মেসির প্রথম স্পেন সফর। মূলত জাভি হার্নান্দেজের ৪২তম জন্মদিন উপলক্ষে মেসিকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে বলা হচ্ছে। তবে সেখানে শুধু মেসি একা ছিলেন না। সন্ধ্যার ওই ডিনারে বার্সেলোনার অতীত ও বর্তমান কিংবদন্তিরাও অংশ নিয়েছিলেন।
বার্সেলোনার বর্তমান বস জাভি হার্নান্দেজের ৪২তম জন্মদিন উদযাপনে বন্ধুদের তালিকায় লিওনেল মেসিসহ চারজন বার্সেলোনা সাবেক সতীর্থ উপস্থিত ছিলেন। সবাই তাদের জীবন সঙ্গীকেও সাথে নিয়ে গিয়েছিলেন।
স্যোশাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কাতালান শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে প্রবেশ করছে মেসি। জাপানি ওই রেস্টুরেন্টে জাভি ছাড়াও সার্জিও বাসকুয়েটস ও জর্ডি আলবাও প্রবেশ করছেন।
ডিনার শেষে দরজায় অপেক্ষমান সাংবাদিকেদের কোন প্রশ্নের জবাব দেননি মেসি। শুধু এক মুহূর্তের জন্য থেমেছিলেন তিনি। এক ভক্তের বাড়িয়ে দেওয়া বার্সেলোনার জার্সিতে স্বাক্ষর করেন মেসি।
ধারণা করা হচ্ছে, লিগ ওয়ানের ছোট্ট বিরতির সময় পিএসজি কোচ মরিসিও পচেত্তিনোর অনুমতি নিয়ে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন মেসি। পিএসজিতে খুব একটা সুবিধা করতে পারছেন না আর্জেন্টাইন সুপার স্টার। সেখানে লিগ ওয়ানে শুধুমাত্র একটি গোল করেছেন তিনি।
যদিও পিএসজিতে যোগ দেওয়ার পর ইনজুরিতে পড়েছিলেন মেসি। সর্বশেষ কোভিড -১৯ সংক্রমণ কাটিয়ে সম্প্রতি মাঠে ফিরেছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]