বছর ছয়েক আগে ম্যানচেস্টার সিটি, চেলসি, লিভারপুল , ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বাঘা বাঘা ক্লাবকে পিছনে ফেলে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল লেস্টার সিটি। প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লিগে এসেই শিরোপার স্বাদ পেয়েছিল ক্লাবটি। এ দলের কোচ হিসেবে ছিলেন বর্ষীয়ান ক্লাদিও র্যানিয়েরি। সময়ের ব্যবধানে লেস্টার সিটি ছেড়ে ওয়াটফোর্ডের দায়িত্ব নিয়েছিলেন তিনি। তবে ওয়াটফোর্ডকে নিয়ে অসম্ভভব কিছু করতে পারেননি। বরং দলকে রেলিগেশন জোনে নিয়ে গেছিলেন। এ কারণেই বরখাস্ত হয়েছেন এ ইতালিয়ান কোচ।
রেলিগেশনের শঙ্কায় থাকা ওয়াটফোর্ডকে বাচাতে মাস তিনেক আগে ক্লাদিও র্যানিয়েরিকে কোচ করে এনেছিল ওয়াটফোর্ড। ভেবেছিল হয়তো ভালো কিছুই অপেক্ষা করছে তাদের জন্য। তবে দলকে আরও পিছনে নিয়ে গেছেন র্যানিয়েরি। এরই ফল স্বরুপ বরখাস্ত হয়েছেন তিনি।
ওয়াটফোর্ডকে মাত্র ১৪ ম্যাচ কোচিং করানোর সুযোগ পেয়েছিলেন র্যানিয়েরি। তবে এর মধ্যে দল আশানুরুপ কিছু করতে না পারার কারণে বাধ্য হয়েই তাকে ছাটাই করেছে ওয়াটফোর্ড কর্তৃপক্ষ।
র্যানিয়েরি যখন ওয়াটফোর্ডের দায়িত্ব নেন তখন ক্লাবের অবস্থান ছিল ১৫তম। এরপর ১৪ ম্যাচ কোচিং করিয়ে মাত্র দুই ম্যাচে জয় এনে দিতে পেরেছিলেন তিনি। এছাড়াও এফএ কাপের তৃতীয় রাউন্ডে লেস্টারের বিপক্ষে হেরেছিল দল।
প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে আরও ১৮ ম্যাচ খেলার সুযোগ পাবে ওয়াটফোর্ড। এর মধ্যে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে। না হলে তাদের অবনমন কোনোভাবেই ঠেকানো যাবে না।
২০১২ সালে ইতালির পোজ্জো পরিবার ওয়াটফোর্ডের মালিকানা কিনে নেয়। তখন থেকে এ পর্যন্ত ১৫ বার কোচ বদলেছে ক্লাবটা। রানিয়েরির আগে ওয়াটফোর্ডের দায়িত্বে ছিলেন কিকে সানচেস ফ্লোরেস, নাইজেল পিয়ারসন, ওয়াল্তার মাজ্জারি, হাভি গ্রাসিয়া, মার্কো সিলভা, স্লাভিসা ইয়োকানোভিচ, জিসকো মিউনোজের মতো ম্যানেজাররা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]