রোমান ক্যাথলিক সম্প্রাদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। আর্জেন্টিনার নাগরিক পোপ মেসির খুব বড় ভক্ত। এ কারণেই হয়তো ২০১৬ সালে একবার বলেছিলেন পেলে, ম্যারাডোনা নয় তার চোখে সর্বকালের সেরা ফুটবলার। নিজ দেশের এ ফুটবলারকে জার্সি উপহার দিয়েছেন পোপ ফ্রান্সিস।
২০২১ সালের অক্টোবরে ফ্রান্সের প্রধান মন্ত্রী জ্যাঁ কাস্তেক্সের মাধ্যমে নিজের সই করা জার্সি পোপকে উপহার দেন লিওনেল মেসি। এরপরেই পোপের কাছ থেকে এ উপহার পেলেন তিনি। মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে ভ্যাটিক্যান সিটি কর্তৃপক্ষ।
ভ্যাটিক্যান সিটির প্রথম খেলাধুলার ক্লাব অ্যাথলেটিক ভ্যাটিকানার হলুদ জার্সিতে সই করে সেই জার্সি মেসিকে উপহার দিয়েছেন পোপ। মেসির হাতে এ জার্সি তুলে দেন ফ্রান্সের বিশপ ইমানুয়েল গোবিল্লিয়ার্ড।
এক টুইট বার্তায় গোবিল্লিয়ার্ড বলেন, ‘একজন বিশ্বাসী মানুষ। মেসি বলেছে, এ পদক্ষেপ তার জন্য কত গুরুত্বপূর্ণ ছিল। আমরা একসঙ্গে প্রার্থনা করেছি।’
অ্যাথলেটিক ভ্যাটিকানার ফেসবুক পেজে বলা হয়, ৮৫ বছর বয়সী রোমান ক্যাথলিক চার্চের প্রধান কালো কালির কলমে স্বাক্ষর জার্সিতে স্বাক্ষর করেন। তারা আরও জানায়, সাতবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের কাছে এ উপহার ‘আশীর্বাদ’।
২০১৩ সাল থেকে পোপের দায়িত্ব পালন করে আসছেন ফ্রান্সিস। পোপ হওয়ার পর তার সাথে দেখা করেন আর্জেন্টিনার ক্ষুদে জাদুকর ফ্রান্সিস। ধর্মগুরু হলেও ফুটবলের প্রতি আলাদা টান আছে পোপ ফ্রান্সিসের।
আর্জেন্টিনার ক্লাব সান লরেঞ্জোর ভক্ত পোপ ফ্রান্সিস। এছাড়াও ২০২১ সালে একবার শৈশবে ফুটবল খেলার স্মৃতিও জানিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, নরম বস্তু দিয়ে বল বানিয়ে ফুটবল খেলতেন। তবে সে বল দিয়ে ফুটবল খেলার আসল মজা কখনই পাননি তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]