ইতিলিয়ান ক্লাব ইন্টার মিলানের কোচ সিমোনে ইনজাঘি করোনা আক্রান্ত হয়েছেন। তার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইন্টার মিলান কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে কোচ ইনজাঘির করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইন্টার মিলান কর্তৃপক্ষ। করোনা আক্রান্ত হওয়ায় তাকে আইসোলেশনে রাখা হয়েছে।
২০২০-২১ মৌসুমে ইন্টার মিলানকে সিরি-এ চ্যাম্পিয়ন করে দায়িত্ব ছাড়েন অ্যান্তেনিও কান্তে। এরপরই দলটির দায়িত্ব নেন ইনজাঘি। তার অধীনেও আগের মৌসুমের ছন্দ ধরে রেখেছে ইন্টার মিলান।
চলতি ২০২১-২২ মৌসুমে এখন পর্যন্ত ২২ ম্যাচ খেলে ৫৩ পয়েন্ট পেয়েছে ইন্টার মিলান। এ সময়ে ইনজাঘির অধীনে ১৬ ম্যাচ জিতেছে ইন্টার মিলান। শিরোপা দৌড়ে সবার উপরে আছে তারা।
শনিবার (৫ ফেব্রুয়ারি) চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের বিপক্ষে মাঠে নামবে ইন্টার। এর আগেই তিনি মাঠে ফিরতে পারবেন বলে আশাবাদী ইন্টার মিলান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]