চলতি মৌসুমটা মোটেই ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। একের পর এক হার আর ড্রয়ের বৃত্তে ঘুরপাক খাচ্ছে কাতালান ক্লাবটি। মাঠের পারফর্ম্যান্সে ক্লাবের এমন দশার জন্য রক্ষণের দোষই বেশি দেখছেন বার্সা সমর্থকেরা। সমর্থকদের দুয়োর বেশিরভাগই তাই হজম করতে হয় ডিফেন্ডারদের।
বর্তমানে বার্সেলোনার রক্ষণভাগের অন্যতম তিনজন হলেন উসমান দেম্বেলে, সের্হি রবার্তো ও জর্দি আলবা। তিনজনের মধ্যে চুক্তি সংক্রান্ত জটিলতায় মাঠেই নামছেন না দেম্বেলে। চোটের কারণে মাঠে নেই রবার্তো। বাকি রইলেন এক আলবাই। ঝড়টা তাই যাচ্ছিলো তার উপর দিয়েই!
এতোদিন সব সহ্য করে গেছেন আলবা। সুযোগ খুঁজছিলেন সমর্থকদের মোক্ষম জবাব দেয়ার। সুযোগটা আসলো রোববার (২৩ জানুয়ারি)। আলাভেসের বিপক্ষে একাই রক্ষণ সামলিয়েছেন এই লেফটব্যাক। ম্যাচে বার্সা খেলোয়াড়দের মধ্যে তুলনামূলক উজ্জ্বল ছিলেন আলবাই। ম্যাচের পর জমে থাকা ক্ষোভটা আর গোপন রাখলেন না স্প্যানিশ লেফটব্যাক।
বিখ্যাত এক স্প্যানিশ দৈনিককে দেয়া স্বাক্ষাৎকারে আলবা বলেন, ‘অনেক বছর ধরেই আমাকে লক্ষ্য বানানো হচ্ছে। এমন না যে এই প্রথম আমার সঙ্গে ঘটছে। এই সার্কাসে সমালোচনা শুনতে হবে, সেটা আমি মেনে নিয়েছি। আমি ধরেই নিয়েছি, এখানে সমালোচনা হবেই।’
স্প্যানিশ ফুটবলার আরো দাবি করেন, দল খারাপ করলে সব দোষই তারই হয়। অথচ ভালো করলে সেটার কথা কেউ বলে না। আলবা বলেন ‘আমি যেদিন ভালো খেলি, সেদিন কেউ কথা বলে না। আর একদিন খারাপ খেললেই আমাকে মারতে চায়। আমাকে এটা মেনে নিতে হবে।’
তবে সমালোচকদের এসব বিবেচনায় ধরেন না অভিজ্ঞ এই খেলোয়াড়। বরং সতীর্থ এবং কাল্ব আতাকে কোন চোখে দেখে সেটাই তার কাছজে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমি এসব নিয়ে ভাবি না। কারণ, সতীর্থ ও কোচরা আমাকে শ্রদ্ধা করে। গত চার-পাঁচ বছর ধরেই বলা হচ্ছে, অভিজ্ঞরা কী করে। অথচ আমার বয়স তখন মাত্র ২৮। কিন্তু আমি সেটা মেনে নিয়েছি।’
চলতি মৌসুমে শিরোপা একপ্রকার হাতছাড়াই হয়ে গেছে বার্সেলোনার। তবে হাল ছাড়ছেন না আলবা। এখনও সুযোগ দেখছেন তিনি। আলবা বলেন, আমরা চেষ্টা করছি। শীর্ষ দলগুলো প্রায় হোঁচট খাচ্ছে। এই সুযোগটা কাজে লাগাতে হবে। যদিও এটা খুব কঠিন। কিন্তু আমরা বাস্তবতা ভাবছি। যতটা সম্ভব উপরে যেতে চেষ্টা করবো।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]