দুর্বল প্রতিপক্ষ আলাভেসের বিপক্ষেও নিজেদের খেলায় তেমন উন্নতির ছাপ দেখাতে পারলো না বার্সেলোনা। প্রতিপক্ষে মাঠে অনুষ্ঠিত লা লিগার ম্যাচতে প্রায় পয়েন্ট হারাতে বসেছিল লিওনেল মেসির সাবেক ক্লাবটি। তবে শেষ মুহূর্তে জয় সূচক গোলটি করেন ফ্রেংকি ডি ইয়ং।রোববার (২৩ জানুয়ারি) রাতে লা লিগায় ১-০ ব্যাধানে জয় পেয়েছে বার্সেলোনা।
প্রতিপক্ষের মাঠে মোট ৭৬ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখলেও আলাভেসের বিপক্ষে গোল আদায় করতে পারছিল না বার্সেলোনা। ম্যাচের প্রথমার্ধে মাত্র দুইবারর প্রতিপক্ষ গোলরক্ষককে ব্যস্ত করে তুলেছিল তারা। উল্টোদিকে বিরতির ঠিক আগে গোল করার সুযোগ পেয়েছিল আলাভেস। তবে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেনি।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৩তম মিনিটে গোলের সুযোগ পেয়েছিল বার্সেলোনা। তবে পেদ্রির ফ্রি কিকে গোলমুখে বল পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি লুক ডি ইয়ং। গোলরক্ষক রুখে দেওয়া বলে মিস করেন পিকেও।
গোল আদায় করতে না পারা বার্সেলোনার বিপক্ষে আরও একটি ভালো সুযোগ পেয়েছিল আলাভেস। প্রতি-আক্রমণে ৭৮তম মিনিটে ভালো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। বিপরীতে ৮৭তম মিনিটে গোল পেয়ে যায় বার্সেলোনা।
মাঠের বাঁ দিক থেকে জর্দি আলবার ডি-বক্সে বাড়ানো দারুণ ক্রসে ফ্রেংকি ডি ইয়ংকে পাস দেন তরেস। ফাঁকায় বল ফেয়ে বাকি কাজটি সারেন ডাচ মিডফিল্ডার। ম্যাচের শেষ মুহূর্তের এ গোলেই জয় নিশ্চিত হয় বার্সেলোনা। বাকি সময় আর তেমন কোন আক্রমণে যেতে পারেনি কোন দল।
লিগে নিজেদের ২১ ম্যাচে ৯ জয় ও ৮ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে বার্সেলোনা। আর ২২ ম্যাচে মাত্র ১৭ পয়েন্ট নিয়ে তালিকায় ১৯তম স্থানে রয়েছে আলাভেস। এছাড়া বার্সার সমান ২১ ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে আতলেতিকো মাদ্রিদ। ২২ ম্যাচ খেলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫০।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]