ভ্যাকসিন না নিলে ব্রাজিলের লিগে খেলতে পারবেন না ফুটবলাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৬ পিএম, ২২ জানুয়ারি ২০২২
ভ্যাকসিন না নিলে ব্রাজিলের লিগে খেলতে পারবেন না ফুটবলাররা

চারদিকে বাতাসের গতিতে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতি করোনা ভাইরাস। যার প্রভাবে আক্রান্ত হচ্ছে বিশ্ব ক্রীড়াঙ্গনও। নিরাপত্তার স্বার্থে করোনা ভাইরাস রোধে নানা পদক্ষেপ নিচ্ছে বিশ্ব ক্রীড়া সংস্থাগুলো। তারই ধারায় এবার কঠোর পদক্ষেপের দিকে পা বাড়াল ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)।

নতুন বছরের লিগ চ্যাম্পিয়নশীপে খেলতে হলে এখন থেকে প্রত্যেক খেলোয়াড়কে অবশ্যই করোনা প্রতিষেধক টিকা নিয়ে মাঠে নামতে হবে। এমনটাই জানিয়ে দিয়েছে ব্রাজিল ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

এক বিবৃতিতে সিবিএফ জানিয়েছে, তারা এই বিষয়টি নিয়ে প্রতিনিয়ত দেশের স্বাস্থ্য অধিদপ্তরের সাথে আলোচনা করেছে। টিকা সংক্রান্ত সকল তথ্যাদি তারা অধিদপ্তরের কাছে ইতোমধ্যেই প্রেরণ করেছে। সেখানে খেলোয়াড়দের তালিকাও রয়েছে।

আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে ব্রাজিলিয়ান ফুটবল মৌসুমের চারটি ন্যাশনাল ডিভিশনের লিগ শুরু হচ্ছে। এই লিগে খেলতে হলে প্রতিটি খেলোয়াড়কে পূর্নাঙ্গ টিকা সনদ দেখিয়ে তবেই মাঠে নামতে হবে।

ওইদিকে করোনা ভ্যাক্সিনের দুই ডোজ না নেওয়ার কারনে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য ব্রাজিল দল থেকে বাদ পড়েছেন এ্যাথলেটিকো মাদ্রিদের ডিফেন্ডার রেনান লোদি। লোদির বাদ পড়ার কারণ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ব্রাজিলের কোচ তিতে।

ভ্যাক্সিন না নেবার কারনে সম্প্রতি অস্ট্রেলিয়ান ওপেন খেলতে ব্যর্থ হয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ। বিষয়টি পুরো বিশ্ব ক্রীড়াঙ্গনকে দারুনভাবে নাড়া দিয়েছে। আর এ কারনেই সব দেশের ক্রীড়াঙ্গনে খেলোয়াড়দের ভ্যাক্সিনের বিষয়টি বেশ ভালোভাবে আমলে নিয়েছে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল স্কোয়াডে নেই নেইমার, ফিরলেন আলভেস

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল স্কোয়াডে নেই নেইমার, ফিরলেন আলভেস

লিভারপুলকে হারিয়ে শৈশবের ক্লাবকে কিনলেন রোনালদো নাজারিও

লিভারপুলকে হারিয়ে শৈশবের ক্লাবকে কিনলেন রোনালদো নাজারিও

শুরুর আগেই পিএসএলে করোনার হানা

শুরুর আগেই পিএসএলে করোনার হানা

আবারও বাতিল জোকোভিচের ভিসা

আবারও বাতিল জোকোভিচের ভিসা