কোপা দেল রে’তে শেষ ষোলোর লড়াইয়ে এলচেকে হারিয়ে শেষ আটে পৌছে গেছে রিয়াল মাদ্রিদ। সহজেই ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। শেষ সাত মিনিটের ঝড়ে কোয়ার্টার ফাইনালে যেতে কোনো সমস্যা হয় নি ‘লস ব্লাঙ্কোস’দের।
দল শেষ আটে পৌছে গেলেও স্প্যানিশ জায়ান্টদের জন্য দুঃসংবাদ হলো, তিন ম্যাচের নিষেধাজ্ঞার কবলে পড়েছেন তাদের অধিনায়ক মার্সেলো। নিষেধাজ্ঞাটা অবশ্য হতে পারতো এক ম্যাচেরই। তবে রেফারির দিকে তীর্ষক মন্তব্য ছুড়ে দেয়ার ফলস্বরূপ আরও দুই ম্যাচের জন্য মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলিয়ান তারকাকে।
কোপা দেল রে’র ম্যাচে এলচের বিপক্ষে ম্যাচের ১০১ মিনিটের ঘটনা। কাউন্টার অ্যাটাকের সময় লাল কার্ড দেখেন মার্সেলো। ঐ পরিস্থিতিতে মাথা ঠিক না রাখতে পেরে রেফারিকে ‘তুমি খুব খারাপ’ বলে বসেন ব্রাজিলিয়ান রাইটব্যাক। আর যায় কোথায়? ম্যাচ শেষেই কপালে জুটে গেলো দুই ম্যাচের বাড়তি নিষেধাজ্ঞা।
এই নিষেধাজ্ঞার ফলে কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে মার্সেলোর সার্ভিস থেকে বঞ্চিত হতে হবে রিয়ালকে। সেই সাথে সেমিফাইনালের দুই লেগের ম্যাচেও তাকে মাঠে না দেখার সম্ভাবনা শতভাগ। নিষেধাজ্ঞার সাথে আর্থিক জরিমানাও করা হয়েছে মার্সেলোকে। সব মিলিয়ে ৩৫৫০ ইউরো জরিমানা গুনতে হচ্ছে তাকে।
মার্সেলোর পাশাপাশি ম্যাচে দুই হলুদ কার্ড দেখে একটি লাল কার্ড জুটেছে এলচের ফরোয়ার্ড পেরে মিলার কপালেও। যার জন্য এক ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]