ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারে সময়টা ভালোই কাটছে তাদের অধিনায়ক এবং গোলকিপার হুগো লরিসের। সেই সময়টা এবার আরও বৃদ্ধি পেতে যাচ্ছে। তার সাথে নতুন করে আড়াই বছরের চুক্তি করেছে ইংলিশ ক্লাবটি। চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত স্পার্সদের শিবিরেই থাকবেন লরিস।
শুক্রবার (২১ জানুয়ারি) এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে টটেনহ্যাম কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়, ‘আমরা আনন্দিত হয়ে ঘোষণা করছি যে, হুগো লরিস ২০২৪ সাল পর্যন্ত ক্লাবের সাথে আড়াই বছরের নতুন একটি চুক্তি স্বাক্ষর করেছেন।’
২০১২ সালের আগস্ট মাসে লিওন থেকে টটেনহ্যামে যোগ দেন লরিস। আট বছরের ক্যারিয়ারে স্পার্সদের হয়ে অনেক অর্জনই রয়েছে তার ঝুলিতে। এই সময়ে টটেনহ্যামের হয়ে সব মিলিয়ে ৪০০ ম্যাচে মাঠে নেমেছেন ৩৫ বছর বয়সী এই তারকা।
টটেনহ্যামের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় ১২ নাম্বারে আছেন তিনি। গোল কিপার হিসাবে টটেনহ্যামের হয়ে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন আর মাত্র দুইজন। একজন প্যাট জেনিংস (৫৯০), অন্যজন টেড ডিচবার্ন (৪৫২)।
উত্তর লন্ডনের ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগে ১০০টি ক্লিনশিট করা প্রথম গোলরক্ষক লরিস। প্রিমিয়ার লিগে সব মিলিয়ে মাত্র ১৬ জন গোলরক্ষকের এই কীর্তি আছে। অধিনায়ক হিসাবে ২০১৪ সাল থেকে তিনটি ফাইনালে দলকে নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে ২০১৯ সালের চ্যাম্পিয়ন্স লিগও আছে।
জাতীয় দলের হয়ে পাঁচটি বড় টুর্নামেন্টে ফ্রান্সকে নেতৃত্ব দিয়েছেন লরিস। এর মধ্যে আছে ইউরো ২০১২, ২০১৬ও ২০২০ এর আসর। এছাড়াও ২০১৪ ও ২০১৮ ফুটবল বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে প্রথম টটেনহ্যাম খেলোয়াড় হিসাবে শিরোপা ঘরে তুলেন এই ফরাসি তারকা।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]